আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটির বাংলা ইন্সট্রাক্টর ইসমত আরা ইরার সঞ্চালনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ গৌতম কুমার মণ্ডলের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা, মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, আক্কেলপুর মুজিরব রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আ’লীগে সভাপতি মোছেদ আলী সহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ ,অভিভাবক , প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা প্রমুখ।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটিকে অগ্রসর করতে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ ও আলোচনা করা হয়।
এমএসএম / জামান