ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৭


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৮-১২-২০২১ বিকাল ৫:৩৫
উঠতি বয়সী যুবকদের ডেকে নিয়ে পতিতাদের সাথে অনৈতিক কাজে লিপ্ত করে গোপনে ভিডিও ধারণ এবং ওই ভিডিও ব্যবহার করে ব্লাকমেইলের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে বাড়ির মালিক রেহানা আক্তার, কুলসুম খাতুন কাজল, সময়ের দিগন্ত ও বিজয়ের বাণী পত্রিকার সাংবাদিক আলেক চাঁদ ও কিশোর গ্যাং নেতা স্বাধীনসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-১২। গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) কুষ্টিয়ার জগতি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করে র‌্যাব-১২-এর সিপিসি-১-এর একটি অভিযানিক দল। বিষয়টি আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর)  দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মোহাম্মাদ ইলয়িাস খান।
 
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গতকাল সোমবার র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি অভিযানিক দল দুই যুবককে অনৈতিক কাজের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে রেহানা আক্তার ওরফে ফরিদা খাতুন ওরফে বুড়ি, কুলসুম খাতুন কাজল, তরিকুল ইসলাম, রাসেল আহমেদ, আলেক চাঁদ, আবির ইসলাম স্বাধীন, পারভেজ শেখ, সর্ব থানা কুষ্টিয়া সদর ও জেলা কুষ্টিয়াকে কুষ্টিয়ার জগতি এলাকার একটি বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়। এ সময় ওই বাড়ি হতে জিম্মিকৃত দুই যুবক তামিম উজ্জামান চৌধুরী ও মারজান হোসেন মিয়াকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ৩ জনের মোবাইল ফোনে জিম্মি ২ যুবকের নগ্ন স্থিরচিত্র ও ভিডিও উদ্ধার করা হয়।
 
জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক রেহানা আক্তার ও কুলসুম খাতুন স্বীকার করেন, উঠতি বয়সী যুবকদের বাড়িতে ডেকে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা পরিবারের সদস্যদের কাছে পাঠানো এবং ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের উদ্দেশ্যে তারা এ ধরনের কাজ করত। তাদের এ কাজে সহায়তা করত কিছু স্থানীয় সাংবাদিক। আটককৃত রেহানা আক্তার প্রথমে মোবাইল ফোনে যুবকদের ডেকে এনে আগে থেকে বাড়িতে অবস্থান করা পতিতার সঙ্গে একটি কক্ষে ঢুকিয়ে দিত। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক নামধারী কয়েকজন যুবক ওই কক্ষে ঢুকে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করত। কেউ বাধা দিতে চাইলে জোরপূর্বক বা ভয়ভীতি দেখিয়ে তারা এ ধরনের ভিডিও ধারণ করত।
 
গ্রেফতারকৃত তরিকুল, রাসেল, আলেক চাঁদ ও স্বাধীন স্থানীয় দৈনিক সময়ের দিগন্ত ও বিজয়ের বাণী পত্রিকায় সাংবাদিকতার কাজ করে। তাদের বিরুদ্ধে সাংবাদিকতার নাম ভাঙিয়ে এ ধরনের চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত রেহানা আক্তারের মোট ৩টি বিয়ে হয়েছে। প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি আরো ২টি বিয়ে করেন। তৃতীয় স্বামী বিয়ের পর রেহানার চারিত্রিক ত্রুটির কথা জানতে পারেন। তিনি রেহানাকে শোধরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তালাক দেন। ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে রেহানা আক্তার নিজ বাড়িতে বসবাস করেন। তিনি গত কয়েক বছর যাবৎ নিজ বাড়িতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রায় ৬-৭ বছর পূর্বে তিনি মাদক মামলায় প্রেফতার হয়ে ‍এক বছর কারাভোগ করেন।
 
আটককৃত আসামিদের প্রতি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা