সাঁঝের আলোয় সেদিন তুমি

সাঁঝের আলোয় সেদিন তুমি
- ফারুক সৈয়দ
সাঁঝের আলোয় সেদিন তুমি
লিখেছিলে আমার প্রেমের গল্প।
পছন্দের নীল শাড়ি পরেপার্কে
পাশাপাশি বসে দিয়েছিলে
বহুদিনের আকাঙ্খিত
একমুঠো ভালোবাসা।
সেই সাথে মন নিয়ে চেয়েছিলে
সুরক্ষিত বাঁধনের গোপিত
আসঙ্গ - আমার মুঠোয়
তোমার হাতখানি রেখে।
তোমার গা ভর্তি ভালোলাগা
বেলীর সুগন্ধে জলমগ্ন আমি,
সনির্বন্ধঅভিলাষে বৈশালীর
চাঁদদেখা স্বপ্ন খুঁজেছিলাম।
দেখেছিলাম গোধূলির নীড়ে-ফেরা
প্রেমে ভোলা পাখির ঝাক, আর
ডুবে গিয়েছিলাম ক্রমাগত
অদ্ভুত মায়াবীর টানে।
নৈঃশব্দ্যে একেছো মনের কথা,
স্তব্ধতা বিরাজ করে অস্থির
নীলিমার সেই সন্ধায়।
দূরে, আরো দূরে শহুরে
কুয়াশায় ভেজা বাতিগুলো
সাক্ষী হয়ে মেনে নিলো
তোমার সকল শর্ত!
আমি শুধু শেষ বেলায়
বাতাস টেনে বুকভরে পেলাম
না-হারানো পুরোনো প্রেমের ছোয়া।
তুমি চলে গেলে, সাথে নিলে
বন্দী করা জীবনের গান।
বলে গেলে ‘আবারও হবেগো
দেখা তোমার প্রনতী হয়ে
আমি ফিরে এলে’।
ছুটে চলে, রেখে গেলে
শুধু অবাস্তব এক রাত আর
আমার এই গত্ ধরা
নিত্যকর্মের অনুদান।
এমএসএম / এমএসএম

বৃষ্টি ভালোবাসো!

নিষ্ফল ডায়েট

মুখোশ

অনিকেত জীবনের গল্প

আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই
