আক্কেলপুরে নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা নিয়ে তথ্য অপার উঠান বৈঠক অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং নারীর ক্ষমতায়ন নিয়ে তথ্য আপার বিশেষ উঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে আক্কেলপুর উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এ বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে রুকিন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবীর এপ্লব উপস্থিত ছিলেন । অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুরাইয়া মুন্নীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা প্রমুখ।
উঠান বৈঠকের আলোচনায় নারীদের ক্ষমতায়ন, সরকারের বিভিন্ন দপ্তরের সুয়োগ সুবিধা পাওয়ার উপায় সহ ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে আলোচনা করা হয়।
শাফিন / শাফিন