রফিক-তরিকুলকে ক্ষমা চাইতে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আল্টিমেটাম
রাজশাহীর সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক কমিটির জরুরি সভায় রফিকুল আলম ও এসএইচএম তরিকুল ইসলামকে ৬ সংগঠনের বিরুদ্ধে বিবৃতি দিয়ে কটূক্তি করায় নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুমকিও দেয়া হয় ওই বিবৃতিতে। রোববার (১৩ জুন ) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেণ্টারে সংগঠনের আহ্বায়ক ও দৈনিক উপচারের প্রকাশক-সম্পাদক অধ্যাপক ড. আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক গণধ্বনি প্রতিদিন সম্পাদক ইয়াকুব শিকদারের সঞ্চালনায় জরুরি সভা থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।
সভায় জানানো হয়, তথাকথিত সাংবাদিক রফিকুল আলম ওরফে রফিক আলম এবং এসএইচএম তরিকুল ইসলাম একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ সম্পর্কে মানহানিকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে পেশাদার সাংবাদিকদের পৃথক ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ সম্পর্কে কথিত সাংবাদিক রফিক আলম ও এসএইচএম তরিকুল ইসলাম যে বিরূপ ও মানহানিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের বিরুদ্ধে দেয়া বক্তব্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়ে প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য রফিক আলম ও তরিকুল ইসলামের প্রতি আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. আজিবার রহমান, যুগ্ম-আহ্বায়ক এসএম আব্দুল মুগনী নীরো, সদস্য এম এ হাবিব জুয়েল, নুরে ইসলাম মিলন, মঈন উদ্দিন, রেজাউল করিম, আবু কাওসার মাখন, শামসুল ইসলাম, এসএম বিশাল, শাহিনুর রহমান সোনা, আল আমিন হোসেন, মাযহারুল ইসলাম চপল, সাগর নোমানী প্রমুখ।
এমএসএম / জামান