ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গোবিন্দগঞ্জে বাড়ীঘর ভাংচুর ও মারপিটের অভিযোগ


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২১ বিকাল ৫:৪৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পরাজিত প্রার্থী, বিজয়ী প্রার্থীর ভোটার ও সমর্থকদের বাড়ীঘড় ভাংচুর ও মারপিটে  থানায় এজাহার দায়ের হয়েছে। গত ২৬ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় ১৬ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পরাজিত প্রার্থী রেজাউল করিম(ফুটবল) প্রতিক নিয়ে খয়বার আলী (তালা) প্রতিকের নিকট পরাজিত হয়। পরাজিত হওয়ার পর প্রতিহিংসায় প্রতিদন্দী পরাজিত প্রার্থী, বিজয়ী প্রার্থীর ভোটার ও সমর্থকের বাড়ীতে হামলা ও মারপিট করে নগদ টাকা ও স্বর্নের গহনা লুট করে। এজাহার সুত্রে জানাযায়, সোমবার সকাল ৮ ঘটিকার সময় পরাজিত প্রার্থী ১ নং আসামী রেজাউল করিম এর নেতৃত্বে, মেহেরুল(৪৫),মেনহাজুল(৫৫), সাজ্জাদ ইসলাম(২২), সামাউল ইসলাম(১৮),রায়হান(২০) সাইদুল(৫০), সেকেন্দার আলী(৩০), শেখ সাদী(২৮),রসুল মিয়া(২০), আন্টু (২২), হাবিব মিয়া(১৮), আনিছুর রহমান(৪০), মোহসিন(৩৮), সত্যপীর(৩৫),লেবু মিয়া (৫০),কালাম(৩০),রফিকুল ইসলাম(২৮), সাইদুল ইসলাম (৪৫), সাজু মিয়া(৩৫), হিরু মিয়া(২১) সহ একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নুর আলম মন্ডল টেক্কার বাড়ীতে টুকিয়া আসবাবপত্র,মালামাল,টিনের বেড়া কোপাইয়া চোটাইয়া, আনুমানিক এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। এসময় জহুরুল,দুখুমিয়া,ফরিদুল উভয়ের গ্রাম মথুরাপুর আগাইয়া গিয়ে মৌখিক ভাবে বাধা নিষেধ করিলে,  আসামী সাইদুল ইসলাম পিতা রবিয়াল হোসেন গ্রাম বড় নারায়নপুর ফরিদুলকে হত্যার উদ্দেশ্যে  চোট মারিয়া গুরুতর রক্তাক্ত হারকাটা জখম করে। এমতাবস্থায় জহুরুল ও দুখু আগাইয়া গেলে আসামী গন এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা-ফোলা, বেদনাদায়ক জখম করে। আসামীগন নুর আলম টেক্কার ঘরে ডুকিয়া আলমারীর তালা ভেঙ্গে এক লক্ষ দশ হাজার টাকা ও একভরি ওজনের স্বর্নের গহনা চুরি করিয়া লিয়ে যায়। উক্ত ঘটনায় এলাকাবাসী এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায় এবং  আহতদের গরুতর আহত অবস্থায় গ্রাম বাসীর সহায়তায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য যে, নির্বাচনের শুরু থেকে আসামীগন ভয়-ভীতি,হুমকি,ঘরবাড়ী ভাংচুরসহ জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে আসতেছিল।  এমতাবস্থায় মেম্বার খয়বার আলী সহ সমর্থক বৃন্দ ভয়ভীতি মধ্য আছে তাই প্রাশনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন জানান, উক্ত ঘটনায় মামলা দায়ের হয়েছে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা