আক্কেলপুরে সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে ঋণ বিতরণ
‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন ভাতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। রোববার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে এ আলাচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলীসহ বিভিন্ন দপ্তরের ককর্মকর্তা এবং বিভিন্ন ভাতাভোগীরা।
আলোচনা সভা শেষে ৩৭ জনের মধ্যে ৩ লাখ ৯৯ হাজার ৫০০ টাকার ঋণ প্রদান করা হয়। এখন পর্যন্ত আক্কেলপুর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ভাতা গ্রহণ করেন উপজেলার ৯ হাজার ৪৮১ জন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভাতা কোনো ভিক্ষা নয়। মৌলিক অধিকারের মতো বেঁচে থাকার অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। তার অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর এসব কার্যক্রয় চালায়।
শাফিন / জামান