ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বগুড়ার গাড়ীদহ ইউপি নির্বাচনে অনুরোধ আর প্রতিশ্রুতিতে মাঠ জমজমাট


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৪:৪৬

বগুড়া জেলার শেরপুর উপজেলার ২নং গাড়ীদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে। উক্ত ইউনিয়নে ৩৬ হাজার ৯১৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৬৮ জন আর নারী ভোটার ১৮ হাজার ৭৪৫ জন।

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর সিদ্দিক টেবিল ফ্যান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আলীম হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফ আলী ভোলা আনারস, স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী মো. তবিবুর রহমান চশমা, স্বতন্ত্র প্রার্থী মো. দবির উদ্দিন মোটরসাইকেল এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোকাব্বর হোসেন নৌকা প্রতীক পেয়েছেন।

চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং সংরক্ষিত মহিলা মেম্বারসহ সর্বমোট ৮৮ জন প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন। আর মাত্র এক দিন বাদেই নির্বাচন, তাই দম ফেলার ফুরসত নেই তাদের। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উঠান বৈঠক, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা প্রতীক দিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন।

এদিকে প্রতিটি পাড়া-মহল্লায় পোস্টারে ছেয়ে গেছে। শেষ সময়ে গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে আলোচনার ঝড় উঠছে- কে হচ্ছেন তাদের প্রতিনিধি। শেষ মুহূর্তে পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন গলানোর চেষ্টা করছেন এসব প্রার্থী। কেউ কেউ দলের প্রভাব ও পারিবারিক ঐতিহ্য দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুরু থেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশা দেখছেন। তবে স্বতন্ত্র প্রার্থীরাও ভোটযুদ্ধে সুষ্ঠু ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।

এদিকে অনেক সাধারণ ভোটারের শঙ্কা, বিগত নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দল অংশগ্রহণ করলেও সরকারদলীয় লোকজন বিএনপিসহ অন্য প্রার্থীদের কেন্দ্রে ভিড়তে দেননি। এ বছর এমন পরিস্থিতি হবে কিনা, তা নিয়ে সাধারণ জনগণের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ভোট নিরপেক্ষ হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী সচেতন মহল।

অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে আগে থেকেই ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।

সরেজমিন দেখা যায়, চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যেকের নিজ নিজ গ্রামে তার সমর্থক থাকলেও ইউনিয়নের ২৮টি গ্রামেই কম-বেশি ভোট রয়েছে চশমা, আনারস এবং নৌকা প্রতীকের পক্ষে। স্থানীয়রা চশমা, আনারস এবং নৌকা প্রতীকের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন। তবে ভোটার বিশ্লেষণ করে অনেকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে চশমা এবং আনারসকে প্রাধান্য দিচ্ছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সর্বমোট ১৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

শাফিন / জামান

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত