ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

হেফাজতের ১৪ মামলার আসামি জেলহাজতে থেকে চেয়ারম্যান নির্বাচিত


প্রদীপ্ত সাক্ষর জয় photo প্রদীপ্ত সাক্ষর জয়
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৩:৩৯
হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া ১৪ মামলার আসামি জেলহাজতে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়েছেন তিনি। জেলার সদর উপজেলা ১০টি ও আশুগঞ্জের ৮টি ইউনিয়নে বুধবার হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ভরাডুবিকে ছাপিয়ে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে ইসলামী ঐক্যজোটের সেই প্রার্থী মো. মনিরুল ইসলামের জয়ই এখন বেশি আলোচনায়। 
 
দেখা যায়, সদর উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের চারজন, আশুগঞ্জের ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের দুজন প্রার্থী জয়লাভ করেন। বাকি ১২ ইউনিয়নে সাতজন আওয়ামী লীগের বিদ্রোহী, দুজন ইসলামী ঐক্যজোট সমর্থক, দুজন বিএনপি সমর্থক ও একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। 
 
পৃথক আরেক হিসেব থেকে দেখা যায়, এর আগে বাঞ্ছারামাপুরের ‘একতরফা ভোট’ (আ. লীগের বেশিরভাগ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ও আখাউড়ায় দলীয় প্রতীকবিহীন ভোট বাদ দিলে জেলার সরাইল, নাসিরনগর, নবীনগর ও বিজয়নগরে আওয়ামী লীগে প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ওই চার উপজেলায় ৪৫টি ইউনিয়নের মধ্যে মাত্র ১৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়লাভ করে। সরাইল ও নবীনগরে বিএনপি ঘরানার তিন প্রার্থী জয়লাভ করে। জয়লাভ করা বাকি প্রার্থীদের বেশিরভাগ আওয়ামী লীগের বিদ্রোহী। বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত তাদেরকে দমানো যায়নি।
 
জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করা কারা অন্তরীণ মো. মনিরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৯৬১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল সালাম পেয়েছেন দুই হাজার ৪৭২ ভোট। 
 
মনিরুল ইসলাম সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম-সাধারণ সম্পাদক। হেফাজত তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত বছরের ২২ জুন গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। ১৪টি মামলায় গ্রেপ্তার দেখানো মনিরুল ইসলাম ১৩টিতে জামিন পেয়েছেন। 
 
মো. মনিরুল ইসলামের নির্বাচনী দায়িত্বে থাকা মো. হোসেন মিয়া বলেন, মনিরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। 

শাফিন / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন