নাঙ্গলকোটের ভোটকেন্দ্রে মিজান বাহিনীর সন্ত্রাসী হামলা
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিবপুর ভোটকেন্দ্রে সাবেক মেম্বার মিজান বাহিনীর সন্ত্রাসী হামলায় একই ওয়ার্ডের খোশারপাড় গ্রামের ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময় সাবেক মেম্বার মিজানুর রহমানের নেতৃত্বে অন্তত ২০০ সন্ত্রাসী খোশারপাড় গ্রামের ভোটারদের ওপর এ হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে নির্বাচনে আইনশৃঙ্খলায় নিয়োজিত স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ও র্যাবের একটি টিম এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই কেন্দ্রে খোশারপাড় গ্রামের মোরগ প্রতীকের চাঁন মিয়া তালুকদার বিজয়ী হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের শিবপুর ভোট কেন্দ্রে বিকাল পৌনে ৩টার দিকে ওই কেন্দ্রের ৪নং বুথে শিবপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে সাবেক মেম্বার মিজানুর রহমানের ছোট ভাই ইমরান হোসেন জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করলে ওই বুথের পুলিং এজেন্ট খোশারপাড় গ্রামের ইসরাফিল ও রহমত উল্লাহ মহিন সহ অন্যান্য এজেন্টরা বাধা দিলে মিজান বাহিনীর কয়েক সন্ত্রাসী কেন্দ্রে প্রবেশ করে ইস্রাফিল ও রহমত উল্লাহর উপর হামলা চালায়।
এ সময় শিবপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক মাদক ব্যবসায়ী সন্ত্রাসী আব্বাস উদ্দিন বাহিরে এসে মিজান বাহিনীর সন্ত্রাসীদের খোশারপাড় গ্রামবাসীর উপর হামলা করার নির্দেশ দেয়। মিজান বাহিনীর অন্তত ২-৩ শ' সন্ত্রাসী খোশারপাড় গ্রামের ভোটারদের উপর অস্রস্বস্র নিয়ে অর্তকিত হামলা চালায়। পরে খোশারপাড় গ্রামবাসীর সঙ্ঘবদ্ধ প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। হামলায় খোশারপাড় গ্রামের আলমগীর হোসেন (২২), সুরুজ মিয়া (৩৫), আব্দুল হান্নান (২২), আব্দুল আজিজ খোকন (৪০), সাহাব উদ্দিন (২৫), শাওন ভুঁইয়া (২২), আবু নোমান (২৫), কামাল হোসেন (৪৫), মোহাম্মদ ইসরাফিল (৩০), হাফেজ মাওলানা আবুল কাশেম (২৭), শহিদ উল্লাহ (৫৫), মোহাম্মদ ফারুক (২৫), জসিম উদ্দিন (৪৫), মোহাম্মদ হানিফ (৩৮), রহমত উল্লাহ মহিন (৪০)-সহ ২০জন আহত হন।
আহতদের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আলমগীর হোসেন, সুরুজ মিয়া, আব্দুল হান্নান ও আব্দুল আজিজ খোকনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবপুর গ্রামের এক মেম্বার প্রার্থী বলেন, কেন্দ্র দখলের চেষ্টায় খোশারপাড় গ্রামের ভোটারদের উপর যে হামলা হয়েছে ওই হামলাকারীদের অধিকাংশই বহিরাগত সন্ত্রাসী। তিনি আরও বলেন শিবপুর গ্রামের অধিকাংশ মানুষ খোশারপাড় গ্রামের ভোটারদের উপর হামলার ঘটনার নিন্দা জানান এবং ভবিষ্যতে সন্ত্রাসী মিজান ভোটে প্রার্থী হলে গ্রামবাসী তাকে বয়কট করবে।
পেরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড নবনির্বাচিত মেম্বার চাঁন মিয়া তালুকদার বলেন, সারাদিন শান্তিপূর্ণ ভাবে ভোট হয় বিকেলে মিজান কেন্দ্র দখলের জন্য আমার গ্রামের ভোটারদের উপর হামলা চালিয়ে ২০ জনকে আহত করে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
শাফিন / জামান
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর
Link Copied