নাঙ্গলকোটের ভোটকেন্দ্রে মিজান বাহিনীর সন্ত্রাসী হামলা

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিবপুর ভোটকেন্দ্রে সাবেক মেম্বার মিজান বাহিনীর সন্ত্রাসী হামলায় একই ওয়ার্ডের খোশারপাড় গ্রামের ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময় সাবেক মেম্বার মিজানুর রহমানের নেতৃত্বে অন্তত ২০০ সন্ত্রাসী খোশারপাড় গ্রামের ভোটারদের ওপর এ হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে নির্বাচনে আইনশৃঙ্খলায় নিয়োজিত স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ও র্যাবের একটি টিম এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই কেন্দ্রে খোশারপাড় গ্রামের মোরগ প্রতীকের চাঁন মিয়া তালুকদার বিজয়ী হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের শিবপুর ভোট কেন্দ্রে বিকাল পৌনে ৩টার দিকে ওই কেন্দ্রের ৪নং বুথে শিবপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে সাবেক মেম্বার মিজানুর রহমানের ছোট ভাই ইমরান হোসেন জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করলে ওই বুথের পুলিং এজেন্ট খোশারপাড় গ্রামের ইসরাফিল ও রহমত উল্লাহ মহিন সহ অন্যান্য এজেন্টরা বাধা দিলে মিজান বাহিনীর কয়েক সন্ত্রাসী কেন্দ্রে প্রবেশ করে ইস্রাফিল ও রহমত উল্লাহর উপর হামলা চালায়।
এ সময় শিবপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক মাদক ব্যবসায়ী সন্ত্রাসী আব্বাস উদ্দিন বাহিরে এসে মিজান বাহিনীর সন্ত্রাসীদের খোশারপাড় গ্রামবাসীর উপর হামলা করার নির্দেশ দেয়। মিজান বাহিনীর অন্তত ২-৩ শ' সন্ত্রাসী খোশারপাড় গ্রামের ভোটারদের উপর অস্রস্বস্র নিয়ে অর্তকিত হামলা চালায়। পরে খোশারপাড় গ্রামবাসীর সঙ্ঘবদ্ধ প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। হামলায় খোশারপাড় গ্রামের আলমগীর হোসেন (২২), সুরুজ মিয়া (৩৫), আব্দুল হান্নান (২২), আব্দুল আজিজ খোকন (৪০), সাহাব উদ্দিন (২৫), শাওন ভুঁইয়া (২২), আবু নোমান (২৫), কামাল হোসেন (৪৫), মোহাম্মদ ইসরাফিল (৩০), হাফেজ মাওলানা আবুল কাশেম (২৭), শহিদ উল্লাহ (৫৫), মোহাম্মদ ফারুক (২৫), জসিম উদ্দিন (৪৫), মোহাম্মদ হানিফ (৩৮), রহমত উল্লাহ মহিন (৪০)-সহ ২০জন আহত হন।
আহতদের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আলমগীর হোসেন, সুরুজ মিয়া, আব্দুল হান্নান ও আব্দুল আজিজ খোকনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবপুর গ্রামের এক মেম্বার প্রার্থী বলেন, কেন্দ্র দখলের চেষ্টায় খোশারপাড় গ্রামের ভোটারদের উপর যে হামলা হয়েছে ওই হামলাকারীদের অধিকাংশই বহিরাগত সন্ত্রাসী। তিনি আরও বলেন শিবপুর গ্রামের অধিকাংশ মানুষ খোশারপাড় গ্রামের ভোটারদের উপর হামলার ঘটনার নিন্দা জানান এবং ভবিষ্যতে সন্ত্রাসী মিজান ভোটে প্রার্থী হলে গ্রামবাসী তাকে বয়কট করবে।
পেরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড নবনির্বাচিত মেম্বার চাঁন মিয়া তালুকদার বলেন, সারাদিন শান্তিপূর্ণ ভাবে ভোট হয় বিকেলে মিজান কেন্দ্র দখলের জন্য আমার গ্রামের ভোটারদের উপর হামলা চালিয়ে ২০ জনকে আহত করে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
শাফিন / জামান

নবীনগরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি- শহিদুল ইসলাম বাবুল

জয়দেবপুর জংশনে শহীদ মুগ্ধর স্মরণে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

ভূরুঙ্গামারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় র্যালি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উলিপুরে বিএনপির বিজয় র্যালী ও সমাবেশ

র্যাবের অভিযানে রায়পুরায় ২ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে

জেলা বিএনপির নির্দেশে বিজয় মিছিলে, দ্বন্দ ভুলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী

তাড়াশে বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied