বিষমুক্ত ফুল-ফল-সবজিতে ভরে উঠেছে থানা

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা প্রাঙ্গণ ভরে উঠেছে বিষমুক্ত ফল-শাক সবজি। ওসি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে নবনির্মিত থানা কমপ্লেক্স ভবনের চারপাশের খালি জায়গায় বিষমুক্ত সবজির বাগান করেছেন কর্মরত পুলিশ সদস্যরা। থানায় ঢুকতেই চোখে পড়ে সবুজের মিলনমেলা। যা নজর কাড়ে যে কারো।
কাচা শাক সবজি বাগান নিয়ে বলেন, আমাদের বিশ্বম্ভরপুর থানার নবনির্মিত থানা ভবনের সামনে ও পিছনে খালি জায়গা রয়েছে অনেক। এমনিতেই বিশ্বম্ভরপুর থানা এলাকা সবজি সমৃদ্ধ এলাকা। এখানকার মাটি সবজি চাষের জন্য উপযোগী। এ কারণে পড়ে থাকা জমিগুলো কাজে লাগিয়েছি। অন্য পুলিশ সদস্যদের নিয়ে নিয়মিত বাগানের পরিচর্যা করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। সেই নির্দেশনা আর সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের অনুপ্রেরণায় নিজ কর্মস্থলে বাগান করার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে লালশাক, পুইশাক, ডাটা শাক, লাউ, শসা, ফুলকপি, সূর্যমুখী, গাঁদা, ডালিয়া, বেলিসহ বিভিন্ন ধরনের সবজি ও ফুল হয়েছে।
শুধু থানা প্রাঙ্গণের খালি জায়গায় নয়, ভবনের ছাদেও ফলের বাগান আছে। থানার প্রতিটি জায়গা ফুল-সবজিতে ভরপুর। সবই উৎপাদন করা হয়েছে বিষমুক্ত উপায়ে। এখানে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্য এসবের সুফল ভোগ করছেন।থানা প্রাঙ্গণে ফুল-সবজির বাগান করা সম্পর্কে বলেন, বিশ্বম্ভরপুর থানার ওসি নিঃসন্দেহে ভাল উদ্যোগ নিয়েছেন। দেশের প্রতিটি থানা ও অফিসের ফাঁকা জমিতে এমন বাগান করা হলে পরিবেশ ভালো থাকবে।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দেশের এক ইঞ্চি জায়গা যেন ফাঁকা না থাকে। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ অনুযায়ী বিশ্বম্ভর থানা প্রাঙ্গণে কৃষি বিপ্লব ঘটিয়েছেন ওসি ইকবাল হোসেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের প্রতিটি থানা ও সরকারি অফিসের ফাঁকা জায়গায় ফুল-ফল ও সবজির চাষ হলে পুষ্টির ঘাটতি অনেকাংশে পূরণ হবে।
এমএসএম / শাফিন

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের

মান্দায় ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ
Link Copied