ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

এক সপ্তাহ পর স্টল নির্মাণ শেষে মেলায় ফিরল পুরনো জৌলুস


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ৪:৪৩

অবশেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারের বসেছে বাণিজ্যমেলার ২৬ তম আসর। এর আগে ১৯৯৫ সাল থেকে মেলার আসর বসত রাজধানী ঢাকার আগারগাঁওয়ে। দোকান অসম্পূর্ণ থাকাসহ নানা প্রতিবন্ধকতায় কিন্তু পূর্বাচলের আসরে আগারগাঁওয়ের সেই চিরচেনা জৌলুস মুখর রূপের দেখা মিলছিল না। অবশেষে ঢাকা আন্তর্জাতিক বানিজ্যমেলা ফিরল তার চিরচেনা রূপে। শুক্রবার মেলায় ব্যবসায়ীদের বেচােবিক্রিতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

সরেজমিনে ঘুরে মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। মেলায় বেশি লোকের সমাগমের কারণে মেলা থেকে তিনশ ফুট  সড়ক ও গাজীপুর বাইপাস সড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে মেলায় এসে ভোগান্তিতে পড়েছে দর্শনার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার মেলায় বরাদ্দ দেওয়া ২২৫ টি স্টলের মাঝে সবটি নির্মাণ কাজ হতে দেখা গেছে। সবকটি দোকান নির্মাণ কাজ শেষ হওয়ায় মেলা ফিরে পেয়েছে তার পূর্ণ রূপ। সেই 

পূর্ণ রূপকে পূর্ণতা দিয়ে মেলায় দর্শনার্থীদের আগমন। শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। ঘুরার পাশাপাশি কেনাকাটাও করছেন। ক্রেতা আকর্ষনের জন্য দোকান গুলো সাজানো হরেক রকমের রংবেংরংয়ের সাজ সজ্জায়। মেলায় ব্যবসায়ীদের দেখা গেছে ব্যস্ত সময় পার করতে। ক্রেতারাও পছন্দের জিনিসপত্র কিনছেন নিজেদের পছন্দ মতো করে। ক্রেতারা দামাদামি করে জিনিসপত্র কিনছেন। কেউ কেউ আবার জিনিসপত্র দেখে শুনে যাচ্ছেন পরে এসে কেনার আশায়। তবে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি দর্শনার্থীদের কাউকে। বেশিরভাগ দর্শনার্থীদের মুখের মাস্ক ছিল থুতনীতে। তবে মেলাকর্তৃপক্ষকে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি ও মাস্ক পড়ার ব্যাপারে মাইকিং ও প্রচারনা চালাতে দেখা গেছে। কিন্তু তারপর ও দর্শনার্থীদের তা মানতে দেখা যায়নি।

মেলায় বেশি লোকজন আসার কারনে মেলা থেকে ৩থশ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে মেলায় আসতে ও মেলা থেকে ফিরতে ভোগান্তিতে পড়ছে মানুষ। মেলায় আসার বিকল্প কোন রাস্তা না থাকায় এক রাস্তায় ভোগান্তি পেরিয়ে সবাইকে আসতে হচ্ছে। তবে দর্শনার্থীদের অভিযোগ, মেলায় আসতে গিয়ে প্রচন্ড ধুলাবালি, যানজট ও পরিবহন ভোগান্তিতে পড়তে হয়। লোকাল সড়ক গুলোর অবস্থাও বেহাল। মেলায় আসার প্রধান সড়ক এশিয়ান হাইওয়ে বাইপাস ও কাঞ্চন কুড়িল বিশ্বরোড প্রশস্থ্যকরণ কাজ চলায় এ ভোগান্তিতে পড়ছে হচ্ছে দর্শনার্থীদের। যানজটের কারণে ১ ঘন্টার পথে সময় লাগছে ৩ ঘন্টা। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন এক সপ্তাহ পর মেলার সকল দোকানপাট নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কারণে মেলা জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। 

আর এদিকে ছুটির দিন হওয়ার কারণে দর্শনার্থীও অনেক ভাল। গত এক সপ্তাহ দর্শনার্থী ছিল মোটামুটি কিন্তু বেচা বিক্রি ভাল ছিলনা। কিন্তু শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বিক্রি ভাল হচ্ছে। এ কারণে ব্যবসায়ীদের যেন দম ফেলার সুযোগ নেই। দালালদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুন মূল্যে দোকান কিনে বিক্রি ভাল না হওয়ায় বেশিরভাগ ব্যবসায়ীরাই হতাশায় ছিল। শুক্রবার বিক্রি ভাল হওয়ায় হতাশা কিছুটা হলেও নিরসন হয়েছে। তবে যানজটের ভোগান্তির কারণে দর্শনার্থীরা কিছুটা দুর্ভোগ পোহাচ্ছে। 

শাফিন / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত