আব্দুস শহীদ এমপি’র উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে সমাবেশ

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় বলেছেন, ৭ দিন পেরিয়ে গেলেও আব্দুস শহিদ এমপির উপর হামলাকারীদের গ্রেফতার হয়নি। তিনি বলেন, আব্দুস শহিদ এমপি ৬ বারের নির্বাচিত জনপ্রতিনিধি। এ অঞ্চলের মাটি ও মানুষের এই নেতার উপর কোন আঘাত সহ্য করা হবে না। প্রশাসন অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ ছেড়ে কথা বলবে না বলে হুশিয়ারী দেন তিনি।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামিলীগ আয়োজিত এক গণ সমাবেশে ভানু লাল রায় এসব কথা বলেন।
শনিবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত গণ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবজ্যোতি ধর শুভ্র ও যুগ্ম সম্পাদক আকরাম খাঁনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি স্বপন রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, কালাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, আওয়ামী লীগ নেতা উপরু মিয়া, পরিবহন শ্রমিকনেতা শাহজাহান মিয়া, যুবলীগনেতা জসিম উদ্দিন, শহিদুর রহমান শহীদ, বদরুল আলম শিপলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন প্রমুখ।
উল্লেখ্য, গত ২রা জানুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে শ্রীমঙ্গল ফেরার পথে মুন্সিবাজারে দুস্কৃতিকারীরা কর্তৃক আব্দুস শহীদ এমপির গাড়ি বহরে সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে। এসময় দুষ্কৃতিকারীদের হামলায় এমপির ব্যক্তিগত সহকারি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, দেহরক্ষি, ড্রাইভারসহ ৬ জন গুরুতর আহত হন।
সমাবেশে আওয়ামী লীগের নেতারা আব্দুস শহীদ এমপির উপর হামলাকে সন্ত্রাসী কর্মকান্ড উল্লেখ করে সংসদ সদস্যকে প্রাণে হত্যার পরিকল্পিত হামলা বলে দাবি করেন। তারা বলেন, হামলার ঘটনার পর এখনও প্রধান আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। নেতৃবৃন্দ-অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে দুর্বার আন্দোলন কর্মসূচী নিয়ে মাঠে নামারও হুশিয়ারী দেন।
এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এঘটনায় ২ এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেও দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন
