ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শাহজাদপুরে ৩টি বাছুর প্রসব করল গাভী


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ১:২৪

পৃথিবীতে প্রায়ই অনেক বিরল ঘটনা ঘটে আর এই বিরল ঘটনাগুলো মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করে এবং রয়ে যায় ইতিহাসের পাতায়। এরকমই একটি বিরল ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নে। একটি ফ্রিজিয়ান গাভী ৩টি বাছুর প্রসব করেছে আর এটা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের বড়-বাচড়া গ্রামের দিনমজুর মো. জামাল হোসেনের পালিত একটি ফ্রিজিয়ান জাতের গাভী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ৩টি বাছুরের জন্ম দিয়েছে। এ খবর ছড়িয়ে পরলে গাভী ও বাছুর ৩টি দেখার জন্য এলাকার উৎসুক জনতা প্রতিদিন জামাল হোসেনের বাড়িতে ভিড় করছেন।

সরেজমিন পোরজনা ইউনিয়নের বড়-বাচড়া গ্রামের ফকির চাঁদ প্রামাণিকের ছেলে দিনমজুর জামাল হোসেনের (৫০) বাড়িতে গিয়ে দেখা যায়, ফ্রিজিয়ান জাতের সদ্য ভুমিষ্ঠ তিনটি বাছুর তাদের গর্ভধারিণী গাভীর পাশে খেলা করছে। মাঝেমধ্যেই তাদের মায়ের কাছে গিয়ে দুধ পান করছে। বাছুরগুলোর পাশে কেউ গেলেই তার দিকে গাভীটি তেড়ে আসছে।

গাভীর মালিক দিনমজুর জামাল হোসেন জানান, আমি কখনো ৩টি বাছুর একসাথে ভুমিষ্ঠ হওয়ার কথা শুনিনি। এখন আমার পালিত গাভীই একে একে ৩টি বাছুর প্রসব করায় আমি খুবই আনন্দিত। প্রায় ৯ মাস পূর্বে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এইআই টেকনিশিয়ান ওহিদুল ইসলাম আমার গাভীটির কৃত্রিম প্রজনন করে দেন।

তিনি আরো জানান, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও ভেটেরিনারি সার্জন মীর কাউসার হোসেন আমাকে সব সময় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। পোরজনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সিল (কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভস্টক) আব্দুল কুদ্দুস মাঝেমধ্যেই পরিদর্শন করতেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, একেসঙ্গে ৩টি বাছুরের জন্মদান একটি বিরল ঘটনা। বিষয়টি জানার পরই আমি জামাল হোসেনের বাড়িতে গিয়ে বাছুর ৩টি পরিদর্শন করেছি এবং গাভী ও বাছুর ৩টির স্বাস্থ্য পরীক্ষা করেছি। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, ফ্রিজিয়ান জাতের গাভীটির বয়স সাড়ে ৩ বছর। বাছুর ৩টিও ফ্রিজিয়ান জাতের। গাভীটি এবার দিয়ে দ্বিতীয় দফায় বাছুর জন্ম দিয়েছে। গাভীটি ১৩ মাস পূর্বে আরো একটি বাছুরের জন্ম দিয়েছিল। জামাল হোসেনের গাভী ও  বাছুর ৩টির সকল প্রকার চিকিৎসা ও ওষুধ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বিনামূল্যে সরবারাহ করা হবে।

শাফিন / জামান

জয়পুরহাট ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬, জামায়াতের ১জন

কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগড়ি ইন্সটিটিউট এর সংবাদ সম্মেলন

বোদায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আশুলিয়ায় ঋণের তলে বহুতল ভবন, লাগামহীন ব্যাংক সুদে বিপর্যস্ত মালিকেরা

রাঙ্গুনিয়ার আইন শৃঙ্খলার রক্ষায় বিশেষ অবদান রাখায় ওসি শিফাতকে সন্মানা

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোদাব্বির হুসেন মুনিম

রায়পুরে বিএনপি নেতা সড়কের ৪০ টি গাছ লুট

তানোরে বাড়ি ও জমি বিক্রির নামে মা-ছেলের প্রতারণা, আদালতে মামলা

চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে পলিথিনের ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন এক বৃদ্ধার

ঠাকুরগাঁওয়ে গলব্লাডার অপারেশনে মারা গেল রোগী.বিচার চায় স্বজনরা

রায়পুরে আওয়ামিলীগ, বিএনপি সমন্বয়ে সড়কের ৪০ টি গাছ লুট