রায়গঞ্জে ইটভটা মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বগুড়া ইটভাটা মালিক সমিতির অরাজকতা, সিরাজগঞ্জের ইট বগুড়ায় বাজারজাত করতে বাধা প্রদান, ট্রাক আটকে ইট নামিয়ে নিয়ে ফেরৎ পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কের ব্যস্ততম ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার।
বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ সরকার, কোষাধ্যক্ষ জুবায়ের আহম্মেদ, সান ব্রিকসের মালিক আয়ুব আলী মণ্ডল, প্রবীর কুমার সাহা, ফরিদ উদ্দীন, ইমরান হোসেন, শ্রমিক নেতা মোস্তাক আহমেদ, আমিরুল, হোসেন আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বগুড়ার ভাটা মালিক সমিতির এমন নৈরাজ্যকর ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের আহ্বান জানান। অন্যথায় বগুড়ার কোনো ইট-কয়লা উত্তরবঙ্গের প্রবেশদ্বার দিয়ে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।
শাফিন / শাফিন