কুষ্টিয়ায় প্রত্যয় যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে গতকাল রোববার (৯ জানুয়ারি) বিকেলে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও প্রত্যয় যুব সংঘের সভাপতি এসএম সুমনের সঞ্চালনায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, করোনাকালে গুরুত্বপূর্ণ অবদানে স্বাচিপের সভাপতি ডা. এএফএম আমিনুল হক রতন, বাংলাদেশের শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পীর পুরস্কার পাওয়ায় জনপ্রিয় সংগীত শিল্পী শফি মণ্ডল, নারী সাংবাদিকতায় ভূমিকা রাখায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, লালন সংগীতে অবদান রাখায় বাউল টুনটুন শাহকে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মোফাজ্জেল হক, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রত্যয় যুব সংঘের উপদেষ্টা আসলাম টিটু মোল্লা, আল-আমিন জুট মিলের ম্যানেজিং ডিরেক্টর ইসতিয়াক আহমেদ সজিব, এমআর গ্রুপের চেয়ারম্যান মীর নাছের হোসেন ইমরান, বিশিষ্ট তরুণ সমাজসেবক ওহিদুল ইসলাম।
প্রত্যয় যুব সংঘের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রত্যয় লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কবি অরন্য মজিদ, নারীনেত্রী কবি শ্যামলী ইসলাম, সংগীত শিল্পী এসএ সঞ্চয়। এছাড়াও অনুষ্ঠানে প্রত্যয় যুব সংঘের সহ-সভাপতি শাহনাজ সুলতানা বনি, তামজিদ বিশ্বাস তনু, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাব্বিসহ সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কন্সফারেন্সে যুক্ত হন প্রত্যয় যুব সংঘের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। সংগীত পরিবেশন করেন- জনপ্রিয় সংগীত শিল্পী শফি মণ্ডল, বাউল টুনটুন শাহ, এসএ সঞ্চয়সহ জাতীয় ও স্থানীয় সংগীতশিল্পী বৃন্দ।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল জাতীয় দৈনিক সকালের সময়, দৈনিক নবচেতনা, দৈনিক লাখোকন্ঠ, দৈনিক নওরোজ, দৈনিক বাংলাদেশের আলো।
শাফিন / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত
Link Copied