ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৫-৫-২০২১ রাত ৮:১
চট্টগ্রামের পটিয়ায় পরপর দুদিনে দুই লাখ পিn ইয়াবাসহ ৭ ইয়াবা কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মে) পটিয়া থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে  গ্রেফতার ও ইয়াবা পাচারে ব্যাবহ্ত একটি কাভার্ডভ্যান জব্দ জব্দ করা হয়েছে। 
 
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানের নেতৃত্বে পটিয়া থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস এলাকায় পটিয়া বাস টার্মিনালের সামনের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার হতে নারায়ণগঞ্জগামী একটি ভাঙ্গারি মালবাহী কাভার্ডভ্যানে (ঢাকা মেট্টো-ট ২২-২৫৫২) তল্লাশি চালিয়ে ভাঙ্গারি মালামালের সাথে বিশেষ কায়দায় দুটি কালো রংয়ের ব্যাকপ্যাকের (স্কুলব্যাগ) ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা। 
 
অভিযানে আটককৃতরা হলেন- নজরুল ইসলাম (৪৩), পিতা মৃত বদিউল আলম, থানা-রামু, জেলা- কক্সবাজার; আবুল হাসান (১৯), পিতা আবুল কাশেম, থানা কবিরহাট, জেলা নোয়াখালী; মঞ্জু (৪৫), পিতা মৃত মনছুর আহমদ, জেলা চাঁদপুর; সোহাগ (৩২), পিতা মতিন খান, জেলা ঝালকাঠি; খাইরুল আলম সুজন (৩৫), পিতা মৃত খোরশেদ আলম, সিদ্দিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। 
 
এ ব্যাপারে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, কক্সবাজার থেকে ইয়াবার বিশাল একটা চালান আসছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পটিয়া থানা পুলিশ। এ সময় ভাঙ্গারিবোঝাই একটি কাভার্ডভ্যান দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী কাভার্ডভ্যানের ভেতরে ভাঙ্গারি মালের সাথে বিশেষ কায়দায় স্কুলব্যাগের ভেতরে  লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। আটক ৫ মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করার প্রক্রিয়া চলছে। কাল বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা । 
 
পুলিশ সূত্রে আরো জানা যায়, পরিবহন সেক্টরের আড়ালে এ চক্রটির বেশকিছু সিন্ডিকেট রয়েছে। নিজেদের পেশার আড়ালে গোপনে মাদক কারবারিদের সাথে জড়িত তারা। কক্সবাজারের স্থানীয় কিছু দালাল ও মাদক ডিলারের যোগসাজশে পণ্যবাহী পরিবহনের চালক ও সহকারীদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে পাচার করা হচ্ছে ইয়াবা।

এমএসএম / জামান

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

শালিখায় পাটের চেয়ে কদর বাড়ছে পাটকাঠির

কোটালীপাড়ায় গরুচোর চক্রের দুই সদস্য গেপ্তার

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত