সেই ঢেঁকি ভেঙে জীবন সংগ্রামে সোহরাব আলীর পাশে স্বপ্ন নিয়ে পথচলা
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৬নং ধানগড়া ইউনিয়নের পূর্ব তেলিজানা গ্রামের সোহরাব আলীকে নিয়ে সাংবাদিক সাইদুল ইসলাম আবির দৈনিক সকালের সময় পত্রিকায় ‘ঢেঁকি ভেঙে জীবন সংগ্রামে সোহরাব আলী’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন।
ওই রিপোর্টে সোহরাব আলী জানিয়েছিলেন, আধুনিক যুগে এসেও ঢেঁকিতে ধান, চাল ভেঙে জীবিকা নির্বাহ করছেন তিনি। এক সময় তিনি ছিলেন একজন সাধারণ দিনমজুর। এখন বয়সের ভারে নিজের শারীরিক অসুস্থাতার কারণে আর তেমন ভারী কাজ করতে পারেন না। তাই নিজ বাড়িতে ঢেঁকি বসিয়ে অন্যের ধান, চাল ভেঙে জীবিকা নির্বাহ করছেন। আধুনিক যন্ত্র আবিষ্কারের ফলে আর তেমন মানুষ এই ঢেঁকি দিয়ে কাজ করেন না। এ কারণে তার পক্ষে সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি মানবিক সহযোগিতার কথাও বলেন।
এরই ধারাবাহিকতায় সেই ঢেঁকি ভেঙে জীবন সংগ্রামে সোহরাব আলীর বাসায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সামাজিক উন্নয়নমূলক সংগঠন স্বপ্ন নিয়ে পথচলার প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী তার জন্য বাজার ও খাদ্যসামগ্রী উপহার দেন।
স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী বলেন, ফেসবুকে আমি সাংবাদিক সাইদুল ইসলাম আবির ভাইয়ের লেখা সোহরাব কাকাকে নিয়ে একটি প্রতিবেদন দেখেছিলাম। এরই ধারাবাহিকতায় আমার সংগঠন স্বপ্ন নিয়ে পথচলা বিষয়টি কে আর ফ্যামিলি উল্লাপাড়াকে অবহিত করি। পরে কে আর ফ্যামিলির অর্থায়নে আজ সোহরাব কাকাকে আমরা এক মাসের বাজার করে দিয়েছি। বাজার পেয়ে সোহরাব আলী আবেগাপ্লুত হয়ে পড়েন।
শাফিন / জামান