কুড়ি বছর ধরে টংঘরে চা-পান বিক্রি করে সংসার চালান রহমত আলী
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছোট একটি টং দোকানে বুধবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে কথা হয় রহমত আলী রহমের (৩২) সাথে। সারাদিন দোকানে বসে চা, পান বিক্রি করেন তিনি। তার এই অদম্য বাঁচার লড়াই অন্যদের বিস্মিত ও শ্রদ্ধাবনত করে।
জানা গেছে, রায়গঞ্জ উপজেলার বাঐখোলা গ্রামের রহিম আলী বকশোর ছেলে রহমত আলী (রহম)। প্রায় কুড়ি বছর ধরে অদম্য রহমত আলী (রহম) জীবন-জীবিকার লড়াই করছেন। যেদিন দোকান না খোলেন, সেদিন তার আর কোনো আয় হয় না। তাই রোদ কিংবা বৃষ্টি-শীত উপেক্ষা করে প্রতিদিনই রহমেকে দেখা যায় চা বিক্রি করতে।
প্রতিদিন সকালে দোকানে আসেন। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়। রহমত আলীর তিন ছেল ও স্ত্রীসহ সংসারে সদস্য সংখ্যা পাঁচজন। এই চা বিক্রি করেই কোনোমতে চলে তার সংসার।
রহমত আলী (রহম) বলেন, আমার কাম কইরা (খেটে) সংসার আর জীবন চালাই। ছোটবেলা থেকেই আমি চায়ের দোকান চালাই। প্রায় কুড়ি বছর ধরে চা বিক্রি করার আয় দিয়ে আল্লাহর রহমতে চলছি। আল্লাহ ভরসা। নিজ হাতে নিজেই কাম করে সংসার চালাই।
তিনি আরো বলেন, কাজ করে সংসার চলাতেই আমার গর্ব। কারো কাছে হাত পাততে লজ্জা লাগে। তাই কোনোদিনই মানুষের কাছে হাত পাতিনি। এভাবেই চলে যাচ্ছে দিন। নিজে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত লেখাপড়ট করেছি, তাই ভালো কোনো বড় ধরনের কাজ করতে পারেননি বলে আক্ষেপ ছিল তার। তাই সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হোক, এমনটা ভাবেন না তিনি।
এলাকাবাসীর অনেকেই বলেন, আমরা সুস্থ মানুষরাও অনেক সময় অন্যের দয়া, করুণা ও সুদৃষ্টি পেতে চাই। কিন্তু রহমত আলীর (রহম) জীবন সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। সে কারো দয়া-করুণা বা সুদৃষ্টি পেতে চায় না। পরিশ্রম করে জীবন ও সংসার চালাচ্ছে।
শাফিন / জামান
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার
মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা