কুড়ি বছর ধরে টংঘরে চা-পান বিক্রি করে সংসার চালান রহমত আলী

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছোট একটি টং দোকানে বুধবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে কথা হয় রহমত আলী রহমের (৩২) সাথে। সারাদিন দোকানে বসে চা, পান বিক্রি করেন তিনি। তার এই অদম্য বাঁচার লড়াই অন্যদের বিস্মিত ও শ্রদ্ধাবনত করে।
জানা গেছে, রায়গঞ্জ উপজেলার বাঐখোলা গ্রামের রহিম আলী বকশোর ছেলে রহমত আলী (রহম)। প্রায় কুড়ি বছর ধরে অদম্য রহমত আলী (রহম) জীবন-জীবিকার লড়াই করছেন। যেদিন দোকান না খোলেন, সেদিন তার আর কোনো আয় হয় না। তাই রোদ কিংবা বৃষ্টি-শীত উপেক্ষা করে প্রতিদিনই রহমেকে দেখা যায় চা বিক্রি করতে।
প্রতিদিন সকালে দোকানে আসেন। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়। রহমত আলীর তিন ছেল ও স্ত্রীসহ সংসারে সদস্য সংখ্যা পাঁচজন। এই চা বিক্রি করেই কোনোমতে চলে তার সংসার।
রহমত আলী (রহম) বলেন, আমার কাম কইরা (খেটে) সংসার আর জীবন চালাই। ছোটবেলা থেকেই আমি চায়ের দোকান চালাই। প্রায় কুড়ি বছর ধরে চা বিক্রি করার আয় দিয়ে আল্লাহর রহমতে চলছি। আল্লাহ ভরসা। নিজ হাতে নিজেই কাম করে সংসার চালাই।
তিনি আরো বলেন, কাজ করে সংসার চলাতেই আমার গর্ব। কারো কাছে হাত পাততে লজ্জা লাগে। তাই কোনোদিনই মানুষের কাছে হাত পাতিনি। এভাবেই চলে যাচ্ছে দিন। নিজে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত লেখাপড়ট করেছি, তাই ভালো কোনো বড় ধরনের কাজ করতে পারেননি বলে আক্ষেপ ছিল তার। তাই সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হোক, এমনটা ভাবেন না তিনি।
এলাকাবাসীর অনেকেই বলেন, আমরা সুস্থ মানুষরাও অনেক সময় অন্যের দয়া, করুণা ও সুদৃষ্টি পেতে চাই। কিন্তু রহমত আলীর (রহম) জীবন সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। সে কারো দয়া-করুণা বা সুদৃষ্টি পেতে চায় না। পরিশ্রম করে জীবন ও সংসার চালাচ্ছে।
শাফিন / জামান

অবৈধ দখলের কারণে ঝিনাইদহে ভয়াবহ জলাবদ্ধতা

যান্ত্রিকতায় বারহাট্টা থেকে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিকশা

পটুয়াখালী ৩ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৫ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ভূরুঙ্গামারীর রাজনীতিতে নতুন গতি:৩১ দফা নিয়ে আন্ধারিঝাড়ে বিএনপির প্রচারণা

কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত
