ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আকাশের গল্প


মীর জেসমিন ওয়াহেদ  photo মীর জেসমিন ওয়াহেদ
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ৩:৪২

আকাশের গল্প
 মীর জেসমিন ওয়াহেদ 

আকাশটা আজ একটি ছোট্ট গল্প। 
নীলিমার নীলে আলোকিত সূর্যের হাসির হলুদ রঙ লেগে আছে লাজুক বধূর গায়ে হলুদের বরণের মতো   নাগরিক জীবনের প্রাত্যহিক রোজনামচায়।
সূর্যের  আলোর আভা গলে লেগেছে বসত বাটির খট খটে আঙিনায়।
অবাক আকাশের আরশির মাঝে মেঘেরা সাজছে বৃষ্টির কাছে যাবে বলে।
নীলিমাকে ছুঁয়ে পাখিরা পালকের উম ছড়াচ্ছে ব্যস্ত নগরীর পথে পথে।
গাছেদের ছায়ায় আলোর ঝালর
বিয়ে বাড়ির উত্সব এর আলোর মতো লাগছে।
জীবাণুর দের সাড়াশি অভিযানে নাকাল চারপাশ ।
আকাশ আর মেঘ দূরত্ব ঘুচিয়ে মিশে আছে পাশাপাশি।
নিঃশব্দ এ সূর্যের মায়াবী আলো দখল করেছে শহরের অলি গলি।
আপোষহীন মন আজ নেমেছে ভালোলাগাদের সব শব্দ নিয়ে আকাশের গল্পের সংলাপ হতে।
অভিমানে ভেজা অভিযোগরা শুকাচ্ছে সূর্যের গলানো সোনা রোদে।
বোধেরা মুগ্ধ হয়ে উড়বে আকাশের সেই গল্পে গাঙচিলের ডানা হয়ে। 

শাফিন / শাফিন