আকাশের গল্প

আকাশের গল্প
মীর জেসমিন ওয়াহেদআকাশটা আজ একটি ছোট্ট গল্প।
নীলিমার নীলে আলোকিত সূর্যের হাসির হলুদ রঙ লেগে আছে লাজুক বধূর গায়ে হলুদের বরণের মতো নাগরিক জীবনের প্রাত্যহিক রোজনামচায়।
সূর্যের আলোর আভা গলে লেগেছে বসত বাটির খট খটে আঙিনায়।
অবাক আকাশের আরশির মাঝে মেঘেরা সাজছে বৃষ্টির কাছে যাবে বলে।
নীলিমাকে ছুঁয়ে পাখিরা পালকের উম ছড়াচ্ছে ব্যস্ত নগরীর পথে পথে।
গাছেদের ছায়ায় আলোর ঝালর
বিয়ে বাড়ির উত্সব এর আলোর মতো লাগছে।
জীবাণুর দের সাড়াশি অভিযানে নাকাল চারপাশ ।
আকাশ আর মেঘ দূরত্ব ঘুচিয়ে মিশে আছে পাশাপাশি।
নিঃশব্দ এ সূর্যের মায়াবী আলো দখল করেছে শহরের অলি গলি।
আপোষহীন মন আজ নেমেছে ভালোলাগাদের সব শব্দ নিয়ে আকাশের গল্পের সংলাপ হতে।
অভিমানে ভেজা অভিযোগরা শুকাচ্ছে সূর্যের গলানো সোনা রোদে।
বোধেরা মুগ্ধ হয়ে উড়বে আকাশের সেই গল্পে গাঙচিলের ডানা হয়ে।
শাফিন / শাফিন

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
