ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

উল্লাপাড়ায় নতুন জাতের বরই চাষে মিলেছে সফলতা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৬-১-২০২২ বিকাল ৫:৫৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শুরু হয়েছে নতুন জাতের বরই চাষ। ১৫ মাস আগে ভারত থেকে এ চারা সংগ্রহ করে শখের বশে উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় বাগান করেন স্থানীয় কৃষক ফজলুল হক। চারা লাগানোর পর গাছগুলো ভালো হওয়ায় ফলনও বেশ ভালো হয়েছে। ভালো ফলন এবং সুস্বাদু হওয়ায় আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মাঝে।
 
সীডলেস জাতের বরই গাছের চারা সংগ্রহ করেন উপজেলার কৃষক ফজলুল হক। রোপণ করেন ৩ বিঘা জমিতে। বিভিন্ন ধরনের সবজি চাষ করার পর শখের বশে ভিন্ন জাতের এই বরই চাষের উদ্যোগ নেন তিনি। বর্তমানে এটি ব্যাণিজ্যিক আকারে রূপ নিয়েছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ধরেছে মিষ্টি জাতের সুস্বাদু এই ফল। বর্তমানে তিনি বাজারে বিক্রি করছেন প্রতি কেজি ১০০ টাকা করে।
 
এ বিষয়ে বাগানে কর্মরত শ্রমিক সোহেল হোসেন বলেন, এই বাগান হওযায় এলাকার লোকদের কর্মসংস্থান হয়েছে। অনেকেই এখন এই বরই বাগানে কাজ করে আর্থিক সচ্ছলতা ফিরে পেয়েছে। বাগানে বরই গাছের গোড়া পরিষ্কার, স্প্রে করা, সার ছিটানো, গাছ থেকে বরই উত্তোলন করাসহ এখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। আর এই বাগান হওয়ার আগে কোনো কাজ না থাকায় বেকার বসে থাকতে হতো। সংসারে ছিল আর্থিক সংকট।
 
কৃষক ফজলুল হক বলেন, দেশে অনেক রকমের বরই পাওয়া যায়।  কিন্তু আমি যখন জানতে পারলাম সীডলেস নামে বরই আছে তখন আমি এই ছারা সংগ্রহ করে রোপণ করা শুরু করি। বর্তমানে আমার বাগানে প্রতিটি গাছে থোকায় থোকায় ফল ধরে আছে। ফলন ভালো হওয়ায় এবং বাজার মূল্য ভালো থাকায় লাভের আশাবাদী। এছাড়াও ফলের পাশাপাশি গাছের কলম তৈরি করে বিক্রি করার উদ্যোগও নিয়েছেন এই উদ্যোক্তা।
 
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, নতুন জাতের এসব বরই চাষে স্থানীয় কৃষকদের উৎসাহী করা হচ্ছে। কৃষি অফিস থেকে ফজলু হককে সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে। 

শাফিন / জামান

বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা

জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন

কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার

পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়

সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ

নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন

অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা

রাণীশংকৈলে একমাথা, দু'মুখ ও চার চোখ বিশিষ্ট অদ্ভুত বাছুর প্রসব, এলাকায় চাঞ্চল্য