কুষ্টিয়ায় উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

‘সন্ত্রাসকে না বলুন’ স্লোগানে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশীয় ও আন্তর্জাতিক মৌলবাদী গোষ্ঠী বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এই সন্ত্রাসবাদ ও চক্রান্ত রোধ করতে বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে কাজ করছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মৌলবাদের লাগাম টেনে ধরতে সরকারের নির্দেশে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সারাদেশে সাধারণ জনগণ, শিক্ষার্থী, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজকে সচেতন করার পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে উগ্রবাদ ও মৌলবাদ প্রতিরোধে সচেতন করতে কাজ করছে।
তিনি বলেন, আমরা অপরাধ নিয়ে কাজ করতে যেয়ে দেখেছি, উগ্রবাদ ও মৌলবাদ প্রথমত পরিবারের অসচেতনতার প্রভাবে শিক্ষার্থীদের এই ধরনের অপরাধে জরানোর প্রবনতা দেখা দেয়। এছাড়াও তিনি উগ্রবাদে জরানো ব্যাপারে কয়েকটি উল্লেখ যোগ্য কারন তুলে ধরেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভাবাদর্শগত, আর্ন্তজাতিক ও প্রাসঙ্গিক কারন সমূহকে উগ্রবাদে জরানোর কারন হিসেবে উল্লেখ করেন। এছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক উগ্রবাদী গোষ্টির আকর্ষনীয় প্রচারণা এবং ইন্টারনেটের প্রচারপত্র, অডিও, ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়। তাই আমাদের সচেতনতার বিকল্প নেই। কুষ্টিয়ায় সকল স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধীরে ধীরে এ প্রচারণা কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে চালানো হবে।
এ সময় সেমিনারের মূল প্রবন্ধ তুলে ধরেন ঢাকা মেট্রোপুলিশ পুলিশের স্পেশাল গ্রুপের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমত উল্লাহ চৌধুরী (বিপিএম)। এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, কোষাধক্ষ্য ইমরান হাসান পাপ্পুসহ গণম্যাধ্যমকর্মীবৃন্দ।
শাফিন / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
