কুষ্টিয়ায় উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
‘সন্ত্রাসকে না বলুন’ স্লোগানে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশীয় ও আন্তর্জাতিক মৌলবাদী গোষ্ঠী বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এই সন্ত্রাসবাদ ও চক্রান্ত রোধ করতে বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে কাজ করছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মৌলবাদের লাগাম টেনে ধরতে সরকারের নির্দেশে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সারাদেশে সাধারণ জনগণ, শিক্ষার্থী, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজকে সচেতন করার পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে উগ্রবাদ ও মৌলবাদ প্রতিরোধে সচেতন করতে কাজ করছে।
তিনি বলেন, আমরা অপরাধ নিয়ে কাজ করতে যেয়ে দেখেছি, উগ্রবাদ ও মৌলবাদ প্রথমত পরিবারের অসচেতনতার প্রভাবে শিক্ষার্থীদের এই ধরনের অপরাধে জরানোর প্রবনতা দেখা দেয়। এছাড়াও তিনি উগ্রবাদে জরানো ব্যাপারে কয়েকটি উল্লেখ যোগ্য কারন তুলে ধরেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভাবাদর্শগত, আর্ন্তজাতিক ও প্রাসঙ্গিক কারন সমূহকে উগ্রবাদে জরানোর কারন হিসেবে উল্লেখ করেন। এছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক উগ্রবাদী গোষ্টির আকর্ষনীয় প্রচারণা এবং ইন্টারনেটের প্রচারপত্র, অডিও, ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়। তাই আমাদের সচেতনতার বিকল্প নেই। কুষ্টিয়ায় সকল স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধীরে ধীরে এ প্রচারণা কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে চালানো হবে।
এ সময় সেমিনারের মূল প্রবন্ধ তুলে ধরেন ঢাকা মেট্রোপুলিশ পুলিশের স্পেশাল গ্রুপের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমত উল্লাহ চৌধুরী (বিপিএম)। এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, কোষাধক্ষ্য ইমরান হাসান পাপ্পুসহ গণম্যাধ্যমকর্মীবৃন্দ।
শাফিন / জামান
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ
ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার
বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ