ঢাকা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীসাধারণ থেকে শুরু করে পথচারীরাও। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিশ্বরোড, বরাব, রূপসী, বরপা ও রূপসী-কাঞ্চন সড়ক এলাকায় সরেজমিন গিয়ে এ যানজটের চিত্র দেখা যায়। যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
যানজটের অন্যতম কারণ হিসেবে ফুট ওভারব্রিজ সংকট, যত্রতত্র গাড়ি ওঠানামা ও রূপসী-কাঞ্চন সড়ক দিয়ে বিশৃঙ্খলভাবে শিল্প কারখানার অতিরিক্ত মালবাহী ট্রাক আসা-যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিন ঘুরে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। রূপসী বাস স্টেশন দিয়ে রূপসী-কাঞ্চন সড়কে সারি সারি ট্রাক প্রবেশ করছে। এতে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনগুলো আটকে রয়েছে। অল্প সময়ের জন্য যানবাহন আটকে থাকলে মূহূর্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে দিনের পর দিন। আবার কোনো কোনো বাসকে সড়কের মাঝেই যাত্রী ওঠাতে এবং নামাতে দেখা গেছে। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও। আটকে যাচ্ছে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। এ দীর্ঘ যানজটের কারণে ১৫ মিনিটের পথ যেতে ১ ঘণ্টা সময় লাগছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ যানজটে আটকা পড়ে কয়েক শতাধিক ছোট-বড় যানবাহন।
বরপা এলাকার বাসিন্দা ফয়সাল মিয়া বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিনই যানজট লেগে থাকে। আমাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশকেও তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় না।
গাউছিয়া এলাকার বাসিন্দা সূজন মিয়া বলেন, চিটাগাং রোড থেকে গাড়িতে উঠেছি গাউছিয়া যাওয়ার জন্য। কাচঁপুর থেকে যানজট শুরু হয়েছে, দুই ঘণ্টায় মাত্র বরাবোতে পৌঁছেছি। যানজটের কারণে এখনো আটকে আছি। যানজট কখন শেষ হবে আর কখন বাড়ি যাব?
কাচঁপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে গাড়িচালকরা নিয়ম ভঙ্গ করে চালানোর কারণেই যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া রুপসী বাস স্টেশন এলাকায় বিভিন্ন মিলকারখানার মালবাহী গাড়িগুলো প্রবেশ করায় যানজট লেগে যাচ্ছে। তবে প্রতিদিন যানজট নিরসন করতে পুলিশকে কঠোর পরিশ্রম করতে হয়।
শাফিন / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied