ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

রায়গঞ্জে প্রতিবন্ধী পরিবারসহ ১২ পরিবারের সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১:৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি প্রতিবন্ধী পরিবারসহ ১২টি পরিবারের ওপর, হামলা, বাড়িঘর লুটপাট হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বেতুয়া গ্রামের নির্যাতিত পরিবারের পক্ষে রেজাউল করিম। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে ‍এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
নির্যাতিত রেজাউল করিম বলেন, বেতুয়া গ্রামের মরহুম নিজাম উদ্দীন (৫৩) হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে নির্যাতিত পরিবারগুলোর নিরীহ সদস্যদের আসামি সাজিয়ে মামলা দায়ের করা হয়। পরে সুযোগ বুঝে একটি প্রতিবন্ধী পরিবারসহ ১২টি পরিবারের প্রায় ৫০ জন নর-নারীর ওপর হয়রানি, বাড়িঘরে লুটপাট, ভাংচুর এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন।
 
রেজাউল বলেন, প্রকৃতপক্ষে মরহুম নিজাম উদ্দীন আত্মহত্যা করেছেন বলে দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট এলেও প্রতিপক্ষের প্রভাবশালীরা আমাদের ওপর অমানুষিক নির্যাতন করে আসছে। হত্যা মামলার বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও তারা প্রভাবশালী বিধায় আমাদের ওপর অব্যাহতভাবে হামলা, হুমকি-ধমকি ও রাস্তায় চলাচলে বাধা প্রদান অব্যাহত রেখেছে। শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধ বৃদ্ধাদের হুমকি-ধমকি দেয়া অব্যাহত থাকায় রায়গঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এ ব্যপারে কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিপক্ষের বেতুয়া গ্রামের মৃত সহিমুদ্দিনের ছেলে ওবাইদুল্লাহ, হারুনুর রশিদের ছেলে আব্দুল হামিদ, আব্দুল হালিমের ছেলে সবুজ ও সেলিম, ধুল্লার ছেলে শহিদুল, আ. রশিদের ছেলে আব্দুল বারিক, আব্দুল বাছেত শেখ, মাওলানা আব্দুস সালাম, আয়ুব আলী ও ইসমাইল গং আরো ক্ষীপ্ত হয়ে উঠছে। বাড়ির পুরুষরা কাজে বের হলে পরিবারের মহিলাদের নিয়মিত মারধর, মেরে ফেলার হুমকি-ধমকিও দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান রেজাউল করিম।
 
সংবাদ সম্মেলনে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন, প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবু, সদস্য জুয়েল আকন্দ, সাবেক কাউন্সিলর নুরন্নবী সরকার, নির্যাতিত পরিবারের নারী-পুরুষ প্রতিবন্ধীরাও উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে রেজাউল করিম তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অব্যাহত হুমকি-ধমকি থেকে নিস্তার পেতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

শাফিন / জামান

বরগুনার তরুণ নেতৃত্বে মাহফুজ: জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছেন

অবৈধ দখলের কারণে ঝিনাইদহে ভয়াবহ জলাবদ্ধতা

যান্ত্রিকতায় বারহাট্টা থেকে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিকশা

পটুয়াখালী ৩ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৫ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ভূরুঙ্গামারীর রাজনীতিতে নতুন গতি:৩১ দফা নিয়ে আন্ধারিঝাড়ে বিএনপির প্রচারণা

কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

‎কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত