ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে প্রতিবন্ধী পরিবারসহ ১২ পরিবারের সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১:৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি প্রতিবন্ধী পরিবারসহ ১২টি পরিবারের ওপর, হামলা, বাড়িঘর লুটপাট হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বেতুয়া গ্রামের নির্যাতিত পরিবারের পক্ষে রেজাউল করিম। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে ‍এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
নির্যাতিত রেজাউল করিম বলেন, বেতুয়া গ্রামের মরহুম নিজাম উদ্দীন (৫৩) হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে নির্যাতিত পরিবারগুলোর নিরীহ সদস্যদের আসামি সাজিয়ে মামলা দায়ের করা হয়। পরে সুযোগ বুঝে একটি প্রতিবন্ধী পরিবারসহ ১২টি পরিবারের প্রায় ৫০ জন নর-নারীর ওপর হয়রানি, বাড়িঘরে লুটপাট, ভাংচুর এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন।
 
রেজাউল বলেন, প্রকৃতপক্ষে মরহুম নিজাম উদ্দীন আত্মহত্যা করেছেন বলে দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট এলেও প্রতিপক্ষের প্রভাবশালীরা আমাদের ওপর অমানুষিক নির্যাতন করে আসছে। হত্যা মামলার বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও তারা প্রভাবশালী বিধায় আমাদের ওপর অব্যাহতভাবে হামলা, হুমকি-ধমকি ও রাস্তায় চলাচলে বাধা প্রদান অব্যাহত রেখেছে। শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধ বৃদ্ধাদের হুমকি-ধমকি দেয়া অব্যাহত থাকায় রায়গঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এ ব্যপারে কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিপক্ষের বেতুয়া গ্রামের মৃত সহিমুদ্দিনের ছেলে ওবাইদুল্লাহ, হারুনুর রশিদের ছেলে আব্দুল হামিদ, আব্দুল হালিমের ছেলে সবুজ ও সেলিম, ধুল্লার ছেলে শহিদুল, আ. রশিদের ছেলে আব্দুল বারিক, আব্দুল বাছেত শেখ, মাওলানা আব্দুস সালাম, আয়ুব আলী ও ইসমাইল গং আরো ক্ষীপ্ত হয়ে উঠছে। বাড়ির পুরুষরা কাজে বের হলে পরিবারের মহিলাদের নিয়মিত মারধর, মেরে ফেলার হুমকি-ধমকিও দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান রেজাউল করিম।
 
সংবাদ সম্মেলনে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন, প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবু, সদস্য জুয়েল আকন্দ, সাবেক কাউন্সিলর নুরন্নবী সরকার, নির্যাতিত পরিবারের নারী-পুরুষ প্রতিবন্ধীরাও উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে রেজাউল করিম তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অব্যাহত হুমকি-ধমকি থেকে নিস্তার পেতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

শাফিন / জামান

নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি

রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি

পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর

সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া

নাচলে মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত