রায়গঞ্জে প্রতিবন্ধী পরিবারসহ ১২ পরিবারের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি প্রতিবন্ধী পরিবারসহ ১২টি পরিবারের ওপর, হামলা, বাড়িঘর লুটপাট হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বেতুয়া গ্রামের নির্যাতিত পরিবারের পক্ষে রেজাউল করিম। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্যাতিত রেজাউল করিম বলেন, বেতুয়া গ্রামের মরহুম নিজাম উদ্দীন (৫৩) হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে নির্যাতিত পরিবারগুলোর নিরীহ সদস্যদের আসামি সাজিয়ে মামলা দায়ের করা হয়। পরে সুযোগ বুঝে একটি প্রতিবন্ধী পরিবারসহ ১২টি পরিবারের প্রায় ৫০ জন নর-নারীর ওপর হয়রানি, বাড়িঘরে লুটপাট, ভাংচুর এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন।
রেজাউল বলেন, প্রকৃতপক্ষে মরহুম নিজাম উদ্দীন আত্মহত্যা করেছেন বলে দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট এলেও প্রতিপক্ষের প্রভাবশালীরা আমাদের ওপর অমানুষিক নির্যাতন করে আসছে। হত্যা মামলার বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও তারা প্রভাবশালী বিধায় আমাদের ওপর অব্যাহতভাবে হামলা, হুমকি-ধমকি ও রাস্তায় চলাচলে বাধা প্রদান অব্যাহত রেখেছে। শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধ বৃদ্ধাদের হুমকি-ধমকি দেয়া অব্যাহত থাকায় রায়গঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এ ব্যপারে কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিপক্ষের বেতুয়া গ্রামের মৃত সহিমুদ্দিনের ছেলে ওবাইদুল্লাহ, হারুনুর রশিদের ছেলে আব্দুল হামিদ, আব্দুল হালিমের ছেলে সবুজ ও সেলিম, ধুল্লার ছেলে শহিদুল, আ. রশিদের ছেলে আব্দুল বারিক, আব্দুল বাছেত শেখ, মাওলানা আব্দুস সালাম, আয়ুব আলী ও ইসমাইল গং আরো ক্ষীপ্ত হয়ে উঠছে। বাড়ির পুরুষরা কাজে বের হলে পরিবারের মহিলাদের নিয়মিত মারধর, মেরে ফেলার হুমকি-ধমকিও দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন, প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবু, সদস্য জুয়েল আকন্দ, সাবেক কাউন্সিলর নুরন্নবী সরকার, নির্যাতিত পরিবারের নারী-পুরুষ প্রতিবন্ধীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রেজাউল করিম তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অব্যাহত হুমকি-ধমকি থেকে নিস্তার পেতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
শাফিন / জামান

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
Link Copied