ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

গাজীপুরের এসপি শফিউল্লাহ টানা চতুর্থবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৪:৪৯
গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ টানা চতুর্থবারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন।  
 
গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত ডিসেম্বর-২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। রাতে পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য করে জানানো হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহর হাতে এই ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।
 
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১২ জেলার পুলিশ সুপারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।
 
এছাড়াও ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১২টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা এককভাবে ৬টি ক্যাটাগরিতে (পুলিশ সুপার, সার্কেল অফিসার, সাব-ইন্সপেক্টর, ডিবি অফিসার, মাদক উদ্ধারকারী অফিসার ও এএসআই) শ্রেষ্ঠত্ব অর্জন করে। পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সানজিদা আফরিন শ্রেষ্ঠ সার্কেল অফিসার, কালীগঞ্জ থানার এসআই মো. ইসলাম মিয়া, ডিবির এসআই ওবায়দুর রহমান ও জয়দেবপুর থানার এএসআই জুলহাস উদ্দিন ঢাকা রেঞ্জের যথাক্রমে শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ ডিবি অফিসার ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় তারাও ঢাকা রেঞ্জের ডিআইজির কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।
 
গাজীপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এসএম শফিউল্লাহ গত বছরের ২১ মার্চ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে ৩১ ডিসেম্বর (২০২১) পর্যন্ত ৯ মাসের মধ্যে প্রত্যক্ষ দিকনির্দশনা ও তদারকির মাধ্যমে গাজীপুর জেলার মুলতবি মামলার সংখ্যা ৬৩৫টি থেকে হ্রাস করে ২৯২টিতে রূপান্তর করেন এবং মুলতবি গ্রেফতারি পরোয়ানার সংখ্যা ৫৪৩২টি হতে হ্রাস করে ৪১০৬টিতে রূপান্তর করেন। অর্থাৎ ৩৪৩টি মুলতবি মামলা ও ১৩২৬টি মুলতবি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করেন। এছাড়া তিনি অধিকাংশ ক্লুলেস ডাকাতি, খুন, দস্যুতা ও চাঞ্চল্যকর মামলাসমূহের রহস্য উদ্ঘাটনসহ দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে গাজীপুরবাসীর নিকট গাজীপুর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হন।

শাফিন / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত