ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

চন্দনাইশে বাঁশের সেতু দিয়ে পৌরবাসীর চলাচল


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ১২:১৩

চট্টগ্রামের চন্দনাইশে পৌরসভায় মওলানা মনিরুজ্জমান ইসলামাবাদী সড়ক ভেঙে যাওয়ায় মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ হারলার ওপর দিয়ে বয়ে যাওয়া বরুমতি খালসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রহমানীর বাড়ির সামনে মাওলানা ইসলামাবাদী সড়কের সাদিক্যা পুকুরপাড় এলাকায় সড়কটি ভেঙে পড়েছে। ফলে চলাচলের জন্য চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিন দেখা যায়, দীর্ঘ সাড়ে ৫ কিলোমিটারের এই সড়কে কার্পেটিং করা হলেও বর্তমানে সংস্কারের অভাবে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। চন্দনাইশ পৌর এলাকাধীন হলেও ইসলামাবাদী সড়কটি এলজিইডির থাকায় দায়সারা অবস্থায় রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা আশরাফ আলী ছিদ্দিকী।

তিনি আরো জানান, সড়কটি দিয়ে বরমা, বৈলতলী ও বরকল ইউনিয়ন হয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম। এছাড়া প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী এবং দৈনন্দিন হাট-বাজারসহ উপজেলা পরিযদ, থানা, হাসপাতালে যাতায়ত করতে হয় সড়কটি দিয়ে। বর্ষা মৌসুমে পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে বরুমতি খালের এ অংশে বিগত সময় নিয়ে এ যাবৎ তিনবার ভাঙলেও এলজিইডির কোনো ধরনের কার্যক্রম নজরে পড়ছে না।

ওর্য়াড কাউন্সিলর শাহ আলম বলেন, সড়কটি পৌরসভার না হলেও জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের চলাচলের স্বার্থে মেয়রের সহযোগিতায় দুই দুইবার সড়কটির মাটি ভরাট করে সাধারণের চলাচলের উপযোগী করা হয়। কিন্তু ২০২০ সালের শেষদিকে বরুমতি খালের উপরিভাগ খনন করা হলেও নিম্নস্থান বরমা ইউনিয়নের মাইগাতা নামক স্থানে খালটি খনন না করার ফলে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হওয়ায় সড়কটি ভেঙে যাচ্ছে।

পৌর মেয়র মাহাববুল আলম খোকার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিগত বছর বিআরডিবি সেচ প্রকল্পের অধীনে বরুমতি খালের উপরিভাগ খননে ক্রুটির কারণে ইসলামাবাদী সড়কটি ভেঙে যাচ্ছে। পৌরবাসীর স্বার্থে এ যাবৎ পৌরসভার অর্থায়নে দুবার ভাঙাটি মেরামত করা হয়। এবারো গত কয়েক দিন আগে টানা ২-৩ দিনের ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢলে সাদিক্যা পুকুরপাড় এলাকা ভেঙে পড়লে মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকোর ব্যবস্থা গ্রহণ করি।

মেয়র আরো বলেন, ভাঙা স্থানটির ব্যাপারে উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ারকে বলেছি। তিনি শিগগিরই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা