ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ইটবোঝা‍ই ট্রলিসহ কল্যানপুর দরবার শরীফের ইট চোর পুলিশের হাতে আটক


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ১২:৩৫

কুষ্টিয়া দৌলতপুরের হোগল বাড়িয়া ইউনিয়ের কল্যানপুর চরপাক দিয়া দরবার শরীফে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করার পর দরবার শরীফের মুল্যবান সম্পদ রাতের আধারে ও দিনের বেলায় চুরি করাচ্ছে দৌলতপুরের কিলারখ্যাত প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যায় দেশত্যাগকারী সন্ত্রাসী টোকেন চৌধুরী। শক্রবার সকালে দরবার শরীফের নির্মানাধীন ডায়াবেটিস হাসপাতালের ইট চুরি করার সময় পুলিশের হাতে নাতে ইটবোঝাই ট্রলিসহ আটক হয় সন্ত্রাসী রাজিব ও রাকিবুল। এসময় পুলিশের তারা খেয়ে বাকিরা পালিয়ে যায়।  আটক আটক আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে টোকেন চৌধুরীর নাম স্বীকার করে।

এব্যাপার দৌতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, দরবারের নির্মানাধীন ডায়াবেটিস হাসপাতালে ইটচুরি করে পালানোর সময় হাতে নাতে পুলিশ দুই চোর করে আটক। আটককৃতদের দরবারে হামলা ভাংচুরের হামলা আসামী দেখিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে। এছাড়াও এই মামলায় বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য , কল্যানপুর দরবার শরীফের জমি দখল নিতে মড়িয়া হয়ে উঠেছে দৌলতপুরের এক সময়ের প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার দায়ে দেশত্যাগ কারী সন্ত্রাসী টোকেন চৌধুরী ও তার ভাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। জমি দখল নিতে সন্ত্রাসী টোকেন ও তার ভাই কল্যানপুর চরপাক দিয়া দরবার শরীফে ইতিপূর্বে কয়েকবার তার সন্ত্রাসী বাহীনি দিয়ে হামলা ও লুটপাট চালিয়ে জাকেররানদের উচ্ছেদ করার অপচেষ্টা করেছে।

টোকেন চৌধুরী তার সন্ত্রাসী বাহীনি দিয়ে দরবারের জাকেরদের উপর হামলা করেই ক্ষান্ত হয়নি, দরবারের জাকের ও ভক্ত সমর্থকদের উপর হামলা, লুটপাট, ভাংচুর করে আবার এই জাকেরদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে সরকারী দলের প্রভাব খাটিয়ে। প্রতিটি হামলা সিসি ক্যামেরায় রেকর্ড থাকায় তারা সিসি ক্যামেরা ভাংচুর করছে এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে প্রভাবশালী হওয়ায় কোন ব্যবস্থা নেয় হয়নি।

দৌলতপুরের সকল অনৈতিক অপকর্মের হোতা টোকেন চৌধুরী ইতি পূর্বে তার ভাই এর প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করে বিপুল পরিমান অর্থ সম্পদের পাহাড় গড়েছেন। এই সম্পদের গরমে ও রাজনৈতিক দলের পভাব খাটিয়ে টোকেন চৌধুরী এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদকসহ ভুমিদখল ও অবৈধ বালিমহল নিয়ন্ত্রন করে তার সন্ত্রাসী ক্যাডার বাহীনি দিয়ে।

সন্ত্রাসী টোকেন চৌধুরী দরবার শরীফকে উচ্ছেদ করতে আবারো মড়িয়া হয়ে পড়েছে, এবার তার পরিকল্পনা দরবার শরীফ এর জায়গা দখল করে সেখানে একটি পিকনিক স্পট করার। দৌলতপুরের জাকের ভক্তগন টোকেন বাহীনির হাত থেকে বাঁচতে জেলা প্রশাসক ও কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করে অবিলম্বে টোকেন চৌধুরীর গ্রেফতার দাবি করেছে।

জামান / জামান

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ

খুলনা বিভাগীয় প্রেসক্লাবের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন