ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ইটবোঝা‍ই ট্রলিসহ কল্যানপুর দরবার শরীফের ইট চোর পুলিশের হাতে আটক


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ১২:৩৫

কুষ্টিয়া দৌলতপুরের হোগল বাড়িয়া ইউনিয়ের কল্যানপুর চরপাক দিয়া দরবার শরীফে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করার পর দরবার শরীফের মুল্যবান সম্পদ রাতের আধারে ও দিনের বেলায় চুরি করাচ্ছে দৌলতপুরের কিলারখ্যাত প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যায় দেশত্যাগকারী সন্ত্রাসী টোকেন চৌধুরী। শক্রবার সকালে দরবার শরীফের নির্মানাধীন ডায়াবেটিস হাসপাতালের ইট চুরি করার সময় পুলিশের হাতে নাতে ইটবোঝাই ট্রলিসহ আটক হয় সন্ত্রাসী রাজিব ও রাকিবুল। এসময় পুলিশের তারা খেয়ে বাকিরা পালিয়ে যায়।  আটক আটক আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে টোকেন চৌধুরীর নাম স্বীকার করে।

এব্যাপার দৌতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, দরবারের নির্মানাধীন ডায়াবেটিস হাসপাতালে ইটচুরি করে পালানোর সময় হাতে নাতে পুলিশ দুই চোর করে আটক। আটককৃতদের দরবারে হামলা ভাংচুরের হামলা আসামী দেখিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে। এছাড়াও এই মামলায় বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য , কল্যানপুর দরবার শরীফের জমি দখল নিতে মড়িয়া হয়ে উঠেছে দৌলতপুরের এক সময়ের প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার দায়ে দেশত্যাগ কারী সন্ত্রাসী টোকেন চৌধুরী ও তার ভাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। জমি দখল নিতে সন্ত্রাসী টোকেন ও তার ভাই কল্যানপুর চরপাক দিয়া দরবার শরীফে ইতিপূর্বে কয়েকবার তার সন্ত্রাসী বাহীনি দিয়ে হামলা ও লুটপাট চালিয়ে জাকেররানদের উচ্ছেদ করার অপচেষ্টা করেছে।

টোকেন চৌধুরী তার সন্ত্রাসী বাহীনি দিয়ে দরবারের জাকেরদের উপর হামলা করেই ক্ষান্ত হয়নি, দরবারের জাকের ও ভক্ত সমর্থকদের উপর হামলা, লুটপাট, ভাংচুর করে আবার এই জাকেরদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে সরকারী দলের প্রভাব খাটিয়ে। প্রতিটি হামলা সিসি ক্যামেরায় রেকর্ড থাকায় তারা সিসি ক্যামেরা ভাংচুর করছে এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে প্রভাবশালী হওয়ায় কোন ব্যবস্থা নেয় হয়নি।

দৌলতপুরের সকল অনৈতিক অপকর্মের হোতা টোকেন চৌধুরী ইতি পূর্বে তার ভাই এর প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করে বিপুল পরিমান অর্থ সম্পদের পাহাড় গড়েছেন। এই সম্পদের গরমে ও রাজনৈতিক দলের পভাব খাটিয়ে টোকেন চৌধুরী এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদকসহ ভুমিদখল ও অবৈধ বালিমহল নিয়ন্ত্রন করে তার সন্ত্রাসী ক্যাডার বাহীনি দিয়ে।

সন্ত্রাসী টোকেন চৌধুরী দরবার শরীফকে উচ্ছেদ করতে আবারো মড়িয়া হয়ে পড়েছে, এবার তার পরিকল্পনা দরবার শরীফ এর জায়গা দখল করে সেখানে একটি পিকনিক স্পট করার। দৌলতপুরের জাকের ভক্তগন টোকেন বাহীনির হাত থেকে বাঁচতে জেলা প্রশাসক ও কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করে অবিলম্বে টোকেন চৌধুরীর গ্রেফতার দাবি করেছে।

জামান / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত