চরফ্যাশনে মেম্বারপ্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ভোলার চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানার কলমী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বারপ্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে ফাঁকা ঘরে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মেম্বারপ্রার্থীর দুই কর্মীর বিরুদ্ধে। গত সোমবার দুপুর ১২টার দিকে কলমী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মঙ্গল গ্রামের খাসপুকুরপাড়ের নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর অভিযুক্ত মান্নান ও খোকন গা-ঢাকা দিয়েছে।
ভিকটিম গৃহবধূ জানান, তার স্বামী ও শ্বশুর চট্টগ্রামে গাড়ি চালানোর কাজ করেন। বাড়িতে শাশুড়ি, চতুর্থ শ্রেণি পড়ুয়া দেবর এবং তিনি থাকেন। চট্টগ্রাম থেকে আনজুরহাট বাজারের একটি বিকাশের দোকানে স্বামী-শ্বশুর টাকা পাঠিয়েছিলেন। ওই টাকা আনার জন্য শ্বাশুড়ি আনজুরহাট বাজারে যান। ছোট দেবর ছয়েদকে নিয়ে তিনি ঘরের মধ্যে দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে মেম্বারপ্রার্থী মো. ইয়াছিনের তালাচাবি মার্কার পোস্টার এবং একটি হ্যান্ডমাইক নিয়ে মান্নান আমার ঘরের ভেতরে প্রবেশ করে। সে ঘরে ঢুকে আমার স্বামী, শ্বশুড় এবং শাশুড়ি কোথায় আছেন জানতে চায়। আমি তার জিজ্ঞাসার জবাব দেই।
তিনি আরো জানান, মান্নান আমার ঘরের ভেতরে বাক্সের দেয়ালে চালাচাবি মার্কার একটি পোস্টার লাগায় এবং আমার কাছে এক গ্লাস পানি খেতে চায়। পাশাপাশি তার হাতে থাকা মাইকটি আমার ছোট দেবরের হাতে দিয়ে তা নিয়ে রাস্তায় যেতে বলে। ছোট দেবর মাইক হাতে পেয়ে খুশিতে রাস্তায় চলে যায়। আমি পানি নিয়ে এলে মান্নান আমাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে ফেলে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। সে আমাকে একা ঘরে পেয়ে আমার স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং আমাকে বিবস্ত্র করার চেষ্টা করে। আমি ডাক-চিৎকার দিতে চাইলে সে আমার গলা টিপে ধরে। আমি ধস্তাধস্তি ও চিৎকারের চেষ্টা করলেও ঘরের আশপাশে কোনো ঘর না থাকায় ভয় পেয়ে যাই এবং ঘটনাটি আমার শ্বশুড় ও স্বামীকে জানাব বলে হুমকি দেই। পরে আমি ধস্তধস্তি করে মান্নানের হাত থেকে নিজেকে রক্ষা করে ঘর থেকে দৌড়ে বের হয়ে যাই। এ সময় ঘরের সামনে আরো একজনকে পোস্টারের প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে জানতে পারি তার নাম খোকন। ঘটনার পরপর আমি ভয়ে পাশের গ্রামের আমার বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে চট্টগ্রামে অবস্থানরত আমার স্বামী ও শ্বশুরকে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে আমার স্বামী ও শ্বশুর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
ভিকটিমের বৃদ্ধা শাশুড়ি জানান, ছোট ছেলে ও পুত্রবধূকে ঘরে রেখে আমি আনজুরহাট বাজারে বিকাশের টাকা আনতে যাই। বাড়ি এসে পুত্রবধূকে পাইনি। বিস্তারিত জেনে বাবার বাড়ি থেকে মঙ্গলবার সকালে পুত্রবধূকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমার স্বামী ও ছেলে চট্রগ্রাম থেকে এলে তারপর আমরা থানায় যাব এবং মামলা করব।
পাড়া-প্রতিবেশীরা জানান, মান্নান দীর্ঘদিন ঢাকায় ছিল। জাল টাকা আর মাদকের ব্যবসায় জড়িয়ে গণপিটুনি ও মামলায় জড়িয়ে সে শহর ছেড়ে গ্রামে এসে গা-ঢাকা দেয়। গ্রামে থেকে প্রভাবশালীদের ছত্রছায়ায় মান্নান এসব অপকর্ম অব্যাহত রাখে এবং গ্রামের কিছু বিভ্রান্ত যুবককে নিয়ে জুয়া আর মাদকের আখড়া গড়ে তোলে।
কর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মেম্বারপ্রার্থী মো. ইয়াছিন জানান, এমন একটা ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে আমি ভিকটিমের বাড়ি যাই। বাড়িতে শাশুড়িকে পেলেও ভিকটিমকে পাইনি। শাশুড়ি আমাকে জানান, মান্নান তার পুত্রবধূর কানের জিনিস (গহনা) নিয়ে গেছে এবং নেয়ার সময় গলা টিপে ধরেছে। তবে এ ঘটনাকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ সঠিক নয়। আমি বর্তমান মেম্বার এবং চলমান নির্বাচনে মেম্বারপ্রার্থী।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
