৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যানজট
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধের সিধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তিন ঘণ্টার অধিক সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন।
রাজবাড়ী ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণে ফেরিঘাটে সেভাবে ভোগান্তি সৃষ্টি হয়নি। মঙ্গলবার সকালে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, তিন ঘণ্টার অধিক সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। এসব যানবাহন গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
শাফিন / শাফিন
লাকসামে জ্যোতিঃ পাল মহাথের’র ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপিত
রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপু ভূইয়াকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: শেখ মো. রেজাউল ইসলাম
দাঁড়িয়ে আছে শুধু কঙ্কাল চর কলাতলীতে আবাসনের নামে মানবিক বিপর্যয়
জিলাপি বিক্রি করে মাসে ৪০ হাজার টাকা আয় করেন সিংড়ার আসাদ
বাগেরহাট পৌর সভার বিভিন্ন সড়কের নির্মাণ কাজে ধীর গতি, চরম ভোগান্তিতে পৌরবাসী
ঝিনাইদহে ২৭ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা
শেরপুর সীমান্তে র্যাবের অভিযান: ৩৬৯ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক
বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ের নেত্রী হয়ে থাকবেন:ডা. শাহাদাত
শালিখায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উৎসবমুখর পরিবেশে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
দাউদকান্দিতে বৈষম্য বিরোধী মামলার দুই আসামি গ্রেফতার