ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বর্ণমালায় ফাল্গুন  


সুবীর, লরেন্স  photo সুবীর, লরেন্স
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ৪:৫৪
বর্ণমালায় ফাল্গুন  
   সুবীর লরেন্স 
 
মেঘ সরে গেলেই
স্বপ্নের রঙধনু
লাল বর্ণমালা। 
 
জ্বলজ্বলে কিরণ দেখবো বলে
জাগে মাতৃভাষার দিন
আকাশে মুখ তুলে। 
 
তবুও মেঘ ঘন কালো চোখে
বৃষ্টি ঝরায়; 
ধুয়ে ধুয়ে লাল বর্ণ
মালায় ঔজ্জ্বল্য খোঁজে ! 

শাফিন / শাফিন