ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জানালায় প্রতিদিন  


সুবীর, লরেন্স  photo সুবীর, লরেন্স
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ৪:৫৬
জানালায় প্রতিদিন  
 
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
এর পর মুছে যায় দিন; প্রতিদিন। 
 
প্রতিদিন
মুছে মুছে খাতার সমস্ত পাতা
দায়ভার তুলে নিয়ে অনুভবের ইতিহাস
রোদ মেঘ পেরিয়ে
বৃষ্টিস্নাত জলে ধুয়ে ফেলা অসুখ –
 
তবুও দিন অসুখের কুয়াশায়!
যায়; যায়
 
মুছে যায় দিন
জানালায় প্রতিদিন।

শাফিন / শাফিন