ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বগুড়ার শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৩:৪৩
বগুড়ার শেরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের আরো ৪৫টি ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর বরাদ্দ দেয়ার উদ্দেশ্যে উপজেলার ৪টি ইউনিয়নে ৪৫টি ঘর নির্মাণের কাজ এবং বিশালপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান, উপজেলা ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দ্রুত এগিয়ে চলেছে নির্মাণকাজ। সমানতালে তদারকি করছেন শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলিসহ সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য যেমন রয়েছে উপজেলা প্রশাসনের তদারকি, তেমনি ব্যস্ততা নির্মাণকর্মীদের। এছাড়াও অতিরিক্ত ১০০টি ঘর বরাদ্ধ পাওয়া গেছে, যার মধ্য থেকে ৩০টি ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে। ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম অন্যান্য এলাকার মতো শেরপুরেও চলমান।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলির দেয়া তথ্যানুযায়ী, মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে অর্ধলক্ষেরও বেশি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেয়া হচ্ছে। গত বছর ২০ জুনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৮টি ইউনিয়নে ১৬৩টি ঘর বরাদ্দ করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭০ হাজার  টাকা। ২য় পর্যায়ে ৫টি ইউনিয়নে ১৭টি ঘর বরাদ্দ বাস্তবায়ন করা হয়েছে, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হইয়েছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তৃতীয় পর্যায়ে ৪৫টি  নির্মানাধীন ঘরের প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।     
 
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, তৃতীয় পর্যায়ের ৪৫টি ঘর এবং নতুন বরাদ্ধ পাওয়া ১০০টি ঘরের মধ্যে ৩০টিসহ মোট ৭৫টি ঘরের কাজ এগিয়ে চলেছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর প্রতিটি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমি এবং আমার টিম সর্বদা সচেষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষে প্রকৃত গৃহহীন সুবিধাবঞ্চিত মানুষদের ঘর বুঝিয়ে দেব ইনশা আল্লাহ।
 
প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন এলাকায় ১নং খাস খতিয়ানের জমিতে এলাকার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

শাফিন / জামান

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত