কৃষকদের জিম্মি করে বিএমডিএর পুকুর খনন

রাজশাহীর তানোরের সীমান্তসংলগ্ন আলোকচ্ছত্র ধানী মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কৃষকদের মতামত উপেক্ষা করে জোরপুরূবক পুকুর পুনঃখনন কররা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার পুকুর খননকারী ঠিকাদার রাজশাহী শহরের সাগরপাড়া এলাকার গোলাপ জমিতে পানি না দিতে একাধারে হুমকি-ধমকির ভয়ে প্রায় ৩০ বিঘা জমিতে পানি দিচ্ছে না বলেও একাধিক কৃষক নিশ্চিত করেছেন। ফলে ৩০ বিঘা জমির মালিকরা বোরো রোপণের সময় চলে যাওয়ার কারণে এক প্রকার শঙ্কায় পড়েছেন কৃষকরা। কারণ, ধানী মাঠ হলেও আন্ধারইল বিল হিসেবেও পরিচিত। ফলে দেরিতে রোপণ করলে উত্তোলনের সময় টানা বৃষ্টি হলে পানিতে ওই সব জমি ডুবে যায়। এ নিয়ে জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
কোনো সম্ভাব্যতা যাচাই না করে ধানী মাঠে অযথা এই পুকুর পুনঃখনন সরকারি অর্থের অপচয় বই কিছু নয়। কারণ, এই পুকুর পুনঃখনন করা হলে কৃষকের কোনো উপকারে তো আসবেই না; বরং জলাবদ্ধতা সৃষ্টির ফলে প্রায় শত একর তিন ফসলি জমি অনাবাদি হওয়ার পাশাপাশি সরকারের বিপুল অর্থের অপচয় হবে।
জানা গেছে, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউপির ১২৪ নম্বর আলোকছত্র মৌজায় ৪১৬ নম্বর দাগে অবস্থিত গভীর নলকূপ স্কিমের মধ্য একটি খাস পুকুর রয়েছে। এদিকে শ্রেণি পুকুর হলেও পলি মাটি জমে ভরাট হয়ে তা কৃষিজমিতে পরিণত হয়েছে। এলাকার কৃষকরা দীর্ঘ প্রায় তিন দশক ধরে সেটি কৃষিজমি হিসেবে ব্যবহার করে আসছেন । কিন্তু বিএমডিএ কৃষকদের ক্ষতির কথা বিবেচনা না করে সেটি সংস্কার করা মানেই সর্বনাশ ডেকে আনা। স্থানীয় ইউপি সদস্য পুকুর খননের কাজ বন্ধের দাবি করেন।
সরেজমিন আজ শনিবার (২৯ জানুয়ারি) দেখা যায়, পুকুরপাড়ে বসে কৃষকরা বিলাপ করছেন। গভীর নলকূপ অপারেটর আলতাব স্কিমের কৃষক আজিজুল ইসলাম, আনসার আলী, কাইয়ুম ও সাহিন মাস্টারসহ একাধিক কৃষক অভিযোগ করে বলেন, এই পুকুর সংস্কার কাজের জন্য ঠিকাদারের লোকজন সেচ বন্ধ করে দেয়ায় পুকুরপাড়ের প্রায় ৩০ বিঘা জমিতে বোরো ধান রোপণের জন্য সেচ দিতে পারছেন না তারা। ফলে জমিতে সেচ দিলে গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন ঠিকাদার রাজশাহী সাগরপাড়ার গোলাপ হোসেন।
তারা বলেন, বিলের পানিপ্রবাহের পথে পুকুর খনন করা হলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। ফলে প্রায় শত একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়বে, যার প্রমাণ কৃষিজমি বাঁচাতে এর পাশেই বিলের খননকৃত পুকুর ফের ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রিশিকুল ইউপির চেয়ারম্যান শহীদুল ইসলাম টুলু সকালের সময়কে বলেন, তিনি কৃষকের মুখে শুনেছেন পুকুর তো কৃষিজমিতে পরিণত হয়েছে। এটা পুনঃখননের কোনো মানেই হয় না। যেখানে প্রয়োজন সেখানে নেই, অপ্রয়োজনীয় জায়গায় পুকুর খনন বন্ধ করে প্রয়োজনীয় জায়গায় খননের দাবি জানান তিনিন।
এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএ কাঁকনহাট জোনের সহকারী প্রকৌশলী আব্দুল খালেক সকালের সময়কে জানান, এ বিষয়ে কোনো কৃষক বা কেউ অভিযোগ করেননি। এমন ঘটনার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে দায় সারেন তিনি।
এ বিষয়ে ঠিকাদার গোলাপ সকালের সময়কে বলেন, তারা সেচ বন্ধ করতে বলেননি। তারা পুকুর পুনঃখননের কাজ নিয়েছেন। এর সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। আমি কেন পানি বন্ধ করতে বলব? তারা ইচ্ছে করলে পানি দিতে পারেন বলে জানান তিনি।
তবে ওই গভীর নলকূপের ক্যাশিয়ার মাইনুল সকালের সময়কে জানান, একাধিকবার বললেও ঠিকাদার জমিতে পানি দিতে দিচ্ছে না। পানি দিলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন বলে হুমকি-ধমকি দিচ্ছেন। গত প্রায় ১০ দিন আগে কৃষকরা জমি রোপণ করেছেন। বাকি ৩০ বিঘা পড়ে আছে। তিনি আরো জানান, আগেই জমি রোপণ করেন কৃষকরা। কারণ, টানা পানি হলেই বন্যা শুরু হয় এসব জমিতে।
শাফিন / জামান

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’

নরসিংদীতে সবজির বাজারে অস্থিরতা
Link Copied