রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
নওগাঁর রাণীনগর উপজেলার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পূর্বাঞ্চল আবাদুপুকুর এলাকা। জেলার দ্বিতীয় বৃহত্তম ধানের হাট উপজেলার আবাদপুকুর হাট। বর্তমানে এই এলাকায় চুরির হিড়িক পড়েছে। শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত ওই এলাকার তিনটি স্থানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আবাদপুকুর হাট এলাকা সংলগ্ন একডালা ইউনিয়ন পরিষদে পুলিশ ফাঁড়ি থেকেও কমছে না একের পর এক চুরির ঘটনা।রোববার ছিলো ধানের বৃহত্তর আবাদপুকুর হাটের দিন। এই দিনে এলাকার ধান ব্যবসায়ী ও দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে হাট থেকে ধান ক্রয় করেন। রোববার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে দুইজন ধান ব্যবসায়ীর প্রায় ১০লাখ টাকা চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এমন ঘটনায় আবাদপুকুর হাটের ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে হাটে এসে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে।আবাদপুকুর হাটের হক ট্রেডার্সের মালিক ধান ব্যবসায়ী মোজাম্মেল হক জানান রোববার হাট থেকে ধান ক্রয়ের টাকা অফিসের ওয়ারড্রবে রাখা ছিলো। খুব সকাল হওয়ার কারণে তার ভাই ও একজন কর্মচারী ছিলো দোকানে। এদিন সকাল সাড়ে ৭টার দিকে অফিস থেকে বের হয়ে রাস্তা থেকে কৃষকদের ডেকে ডেকে ধান কেনার পর অফিসের ওয়ারড্রবে টাকা আনতে গিয়ে দেখে তালা ভাঙ্গা। আর ভেতরে কোন টাকা নেই। যেহেতু মাত্র কয়েক মিনিটের জন্য রাস্তায় এসে কৃষকদের ডেকে ধান কিনতে হয় সেই সুযোগে চোরেরা অফিসের ওয়ারড্রবের তালা ভেঙ্গে ৫ লক্ষ্য ৩৪ হাজার টাকা চুরি করেছে। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসে পরিদর্শন করেছেন এবং থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেছেন বলে জানান ব্যবসায়ী মোজাম্মেল হক।আবাদপুকুর হাটের বড়িয়াপাড়া ট্টেডার্সের মালিক আরেক ধান ব্যবসায়ী মোঃ ফরিদ সরদার জানান তিনি রোববার হাটে নিজ দোকানে ধান কেনার উদ্দেশ্যে আসেন। এদিন সকাল সাড়ে ৬টার দিকে তিনি মোটরসাইকেল যোগে তার দোকানে আসেন। এসময় তার মোটরসাইকেলে একটি ব্যাগে ধান কেনার জন্য ৪ লাক্ষ ৬৫ হাজার টাকা ছিলো। মোটরসাইকেল থেকে নেমে তার দোকানের তালা খুলতে গিয়ে দেখেন কেউ তালার ভিতর কিছু ঢুকিয়ে রেখেছে। তাই তালা খুলতে কিছুটা সময় লেগে যায়। এরপর তিনি তালা খোলার পর দেখেন তার মোটরসাইকেলে থাকা টাকার ব্যাগ নেই।এছাড়া শনিবার (২০ডিসেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার পাকুড়িয়া গ্রামের একটি গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। ওই গ্রামের আজিজার রহমানের (ফুলবর) ছেলে মারুফ হোসেন মুঠোফোনে জানান তাদের বাড়ির পাশে ছোট্ট একটি গরুর গোয়াল ঘর রয়েছে। সেই ঘরে চারটি গরু ছিলো। প্রতিদিনের মতো গতকাল শনিবারও সকল কাজ শেষ করে বাড়ির সবাই ঘুমাতে যান। এরপর রোববার সকালে বাবা উঠে দেখতে পান যে, বাড়ির উঠানের মধ্যে একটি গরু ঘোরাফেরা করছে। পরে দেখেন গোয়াল ঘরের দরজার তালা কাটা আর ভিতরে একটি গরুও নেই। চোরদের হাত থেকে হয়তো বা একটি গরু চোরদের অজান্তেই ছাড়া পায়। যার কারণে ওই একটি গরু উঠানে ঘোরাফেরা করছিলো। পুলিশদের চুরির বিষয়ে জানিয়ে কোন লাভ নেই। তাই বিষয়টি তারা পুলিশকে জানাবেন কিনা সেই বিষয়ে তারা সিধান্তহিনতায় ভুগছেন বলে মারুফ।অপরদিকে গত বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আবাদপুকুর বাজার মসজিদের সামনে থেকে মোটরসাইকেল দুইটি চুরির ঘটনাটি ঘটে। উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলার একটি ডিসকভার ১১০সিসি মোটরসাইকেল ও কালীগ্রাম মরুপাড়া তালপুকুর গ্রামের বাচ্চু সোনার নামে একজনের একটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। তাই আবাদপুকুর এলাকায় একের পর এক চুরির ঘটনায় ওই এলাকায় মানুষের মাঝে বর্তমানে চুরির আতঙ্ক বিরাজ করছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল লতিফ মুঠোফোনে জানান তিনি মাত্র কয়েকদিন হলো থানায় যোগদান করেছেন। তাই সবকিছু এখনোও পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তবে তিনি রোববার আবাদপুকুর এলাকায় একাধিক চুরির স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন। এছাড়া ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মাঠ পর্যায়ে কাজ চলমান রেখেছে। দ্রুতই এই সকল চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনগত দৃষ্টান্তরমূলক শাস্তি নিশ্চিত করার কথা জানা তিনি।
এমএসএম / এমএসএম
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী