ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

দিগন্ত জুড়ে হলুদে রাঙা ক্ষেতলাল, সরিষা ফুলে হাসছে মাঠ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ২:৯

দূর দিগন্তজুড়ে শুধুই হলুদ আর হলুদ। চোখ যতদূর যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খাচ্ছে সরিষার ফুল। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়তেই ঝলমল করে উঠেছে ক্ষেতলাল উপজেলার কৃষিজমি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে কৃষকের শ্রম, আশা আর সম্ভাবনার গল্প।

‎চলতি মৌসুমে সরিষা চাষে নতুন ইতিহাস গড়তে চলেছে ক্ষেতলাল উপজেলা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ হেক্টর, যা গত বছরের ৯০৫ হেক্টর আবাদি জমির তুলনায় প্রায় আড়াই শত হেক্টর বেশি। লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ফলনের দিক থেকেও আশাব্যঞ্জক পরিস্থিতি বিরাজ করছে।

‎সরিষার হলুদ ফুল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায়নি, বরং গ্রামীণ অর্থনীতিতেও এনেছে প্রাণচাঞ্চল্য। কম খরচে অধিক লাভ, স্বল্প সময়ে ফসল ঘরে তোলার সুবিধা এবং বাজারে ভালো দামের প্রত্যাশায় এবছর নতুন অনেক কৃষক সরিষা চাষে আগ্রহী হয়েছেন। অনেক জমিতে ধান কাটার পর পরই সরিষা আবাদ করায় জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়েছে।

‎ক্ষেতলালের কৃষকরা জানান, উন্নত জাতের বীজ, সময়মতো সার-বালাইনাশক প্রয়োগ এবং নিয়মিত কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবছর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌমাছির গুঞ্জনে সরিষা ক্ষেতে যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা।
‎এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, “সরিষা একটি অত্যন্ত সম্ভাবনাময় তেলবীজ ফসল। এবছর কৃষকদের ব্যাপক সাড়া ও আন্তরিক প্রচেষ্টার ফলে সরিষা আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ থেকে উন্নত বীজ সরবরাহ, মাঠপর্যায়ে নিবিড় তদারকি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী।”
‎তিনি আরও বলেন, সরিষা চাষ বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে আমদানিনির্ভর ভোজ্যতেলের ওপর চাপ কমাতে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্ষেতলাল উপজেলা।
‎সরিষার হলুদে মোড়া এই মাঠ শুধু কৃষিপণ্যের উৎপাদন ক্ষেত নয়, এ যেন আত্মনির্ভরতার প্রতীক, কৃষকের স্বপ্নের ক্যানভাস। প্রকৃতি আর পরিশ্রমের মিলনে এবছর ক্ষেতলাল হয়ে উঠেছে তেলবীজ উৎপাদনের এক উজ্জ্বল উদাহরণ।

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ