মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ও গোচারণভূমি দখলের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান সিয়াদার ইউনিয়নের মল্লিকপুর মৌজার গলগলি ভিটা-যে স্থানটি যুগের পর যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের শেষ বিদায়ের একমাত্র আশ্রয়স্থল-সেই জায়গা আজ ভয় আর আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, তাদের পৈতৃক শ্মশানখলা ও সরকারি গোচারণভূমি দখলের চেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী শেওড়াতলী গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
গ্রামবাসীরা জানান, গলগলি ভিটা কেবল একটি জমি নয়-এটি তাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মর্যাদা এবং অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। বহু প্রজন্ম ধরে এখানেই তারা গরু-ছাগল চরিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন, এখানেই শেষ বিদায়ের সময়ে প্রিয়জনের মরদেহ দাহ করা হয়।কিন্তু সম্প্রতি শাহীন, কাওসার, লেবেল ও রয়েলসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্তরা গোচারণভূমিতে প্রবেশে বাধা দিচ্ছে, রাখালদের মারধোর করছে এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। প্রশাসনের কাছে অভিযোগ জানানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে দাবি তাদের। তারা বলেন, “অভিযোগ দেওয়ার পর থেকেই হুমকি বেড়েছে। আমরা এখন দিন কাটাচ্ছি চরম উৎকণ্ঠায়।”
বিমল চন্দ্র মজুমদার ও ক্ষিতীশ গুণ বলেন,“আমাদের জন্য এই শ্মশানখলা শুধু জমি নয়, এটি আমাদের ধর্মীয় অধিকার। এখানে মরদেহ দাহ করতে না পারলে আমাদের শেষ সম্মানটুকুও থাকবে না।” তারা সরকারের কাছে দখলমুক্ত করার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযুক্তদের একজন কাওসার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, তার আবাদি জমি রক্ষার জন্যই পশু প্রবেশে নিষেধ করা হয়েছে এবং অভিযোগগুলো মিথ্যা।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান, সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে এবং পুনরায় সমস্যা সৃষ্টি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ঘটনাস্থলে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। তিনি আশ্বাস দেন, “আজকের পর কেউ গলগলি ভিটায় দখলচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তাদের চোখে এখনও অনিশ্চয়তার ছায়া। তারা চান, শুধু আশ্বাস নয়-স্থায়ী নিরাপত্তা, যাতে ধর্মীয় অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে তারা নিশ্চিন্তে বসবাস করতে পারেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়