রফিক-তরিকুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের
রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের নামে কটূক্তি করা রফিক আলম ও তরিকুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সাংবাদিকদের অধিকার ও স্বার্থরক্ষার শপথ নিয়ে গড়ে ওঠা রাজশাহীর সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের বিরুদ্ধে জাতীয় সাংবাদিক সংস্থার নাম ভাঙিয়ে কথিত সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গত ১২ জুন কটূক্তি করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে নবগঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সন্মানহানি করার অপচেষ্টা করা হয়, যা রাজশাহীর স্থানীয় দু-একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে রফিক আলম ও তরিকুল ইসলামকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
কিন্তু ঐ আল্টিমেটামের পরও তারা ক্ষমা না চাওয়ায় বুধবার (১৬ জুন) দুপুরে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক আলোচনা সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, যেহেতু কটূক্তিকারীরা ২৪ ঘণ্টা পার হলেও তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেননি, সেহেতু তাদের বিরুদ্ধে চলমান লকডাউন শেষ হওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ ড. আবু ইউসুফ সেলিম। সভা পরিচালনা করেন সদস্য সচিব ইয়াকুব শিকদার। এতে আরো উপস্থিত ছিলেন- পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. আজিবার রহমান, যুগ্ম-আহ্বায়ক এসএম আব্দুল মুগনী নীরোসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যবৃন্দ।
এমএসএম / জামান