ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আগুনে সবকিছু পুড়ে নিঃস্ব দিনমজুরের পাশে দাঁড়ালেন ইউএনও


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ৩:১
বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বোংগা গ্রামে দিনে দুপুরে আগুনে পুড়ে সর্বস্ব ছাই হয়ে গেছে এক দিনমজুরের। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দিনমজুর মজনু মিয়া (৩৫) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।আজ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করলেও দুটি টিনের ঘরের যাবতীয় আসবাবপত্র ও কাপড়-চোপড় নিমিষেই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
 
বোংগা গ্রামের অনেকেই অভিযোগ করেন, আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা পৌঁছাতে দেরি করে। ফলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
 
দিনমজুর মজনু মিয়া জানান, আগুনে তার সংসারের সর্বস্ব পুড়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্ত্রী ও দুই সন্তানসহ তাকে খোলা আকাশের নিচে থাকতে হবে বলে তিনি জানান। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম। এ সময় দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দপ্রাপ্ত কম্বল এবং শুকনা খাবার বিতরণ করেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আজকের শেরপুরের সম্পাদক মুন্সি  মোঃসাইফুল বারি ডাবলু, মো. ছায়েদুর রহমান, ইন্সষ্ট্রাক্টর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, উপজেলা  রিসোর্স সেন্টার, শেরপুর, বগুড়া।, সুবির কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা, শেরপুর, বগুড়া এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
শেরপুর ফায়ারসার্ভিসের কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, আমরা ওই সময় অন্য একটি আগুন নেভানোর কাজে ছিলাম। তারপরও দ্রুত বোংগা গ্রামে গিয়ে দেখি বাড়ির সবই পুড়ে গেছে। তবে একটি গরুকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শাফিন / প্রীতি

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা