ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কন্ট্রাক্ট ম্যারেজের নামে দালালদের প্রতারণার শিকার প্রবাসী বাংলাদেশিরা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-৬-২০২১ দুপুর ১২:৫৬

ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ সাইপ্রাস একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র হলেও এই দেশটির গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে এশিয়ানদের কাছে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এ দেশ। এশিয়ানদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ভারতীয়দের জন্য আশীর্বাদ সাইপ্রাস। কেননা এখানে এই চার দেশ থেকে যারা আসেন বেশিরভাগের উদ্দেশ্য একটাই- এখান থেকে সহজভাবে সেন্ট্রাল ইউরোপে পাড়ি দেয়া যায়।

সাইপ্রাস থেকে কোথাও ভিজিট ভিসার জন্য আবেদন করতে হলে তাকে অবশ্যই সাইপ্রাসের স্টুডেন্ট ভিসাধারী হতে হবে। তবে ভিজিট ভিসা যে সহজভাবে হয় তাও নয়৷ বর্তমানে সাইপ্রাসে যেসব বাংলাদেশিরা আছেন, বিশেষ করে বিগত ৪-৫ বছর ধরে যারা সাইপ্রাস গেছেন তাদের অধিকাংশই সাইপ্রাসের পার্শ্ববর্তী দেশ নর্থ সাইপ্রাস থেকে অবৈধভাবে প্রবেশ করেছেন। ইতোমধ্যে সাইপ্রাস সরকার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নেপালসহ বেশকিছু দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। এসব দেশের কেউ সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চাইতে পারবে না। 

এদিকে নর্থ সাইপ্রাস থেকে যেসব বাংলাদেশিরা সাইপ্রাসে ঢুকে পড়েছেন তারা পড়েছেন মহাসংকটে। এসাইলাম আবেদন করার একমাসের মধ্যেই ফাইল রিজেক্ট করে দিচ্ছে, আবার আপিল করলে আবারো স্বল্প সময়ের মধ্যে রিজেক্ট করে দিচ্ছে। এক কথায় দৌড়ের উপর রেখেছে তাদের। তারা বিয়ে করে কাগজ করার জন্য অনেকেই করোনা শুরু হওয়ার আগে দালালদের একেকজনে ৪-৫ হাজার ইউরো করে অগ্রিম দিয়ে রেখেছে। কিন্তু করোনা মহামারী শুরু হওয়ায় সাইপ্রাসের বিয়ে বন্ধ হয়ে যায়, বিশেষ করে কন্ট্রাক্ট ম্যারেজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বললেই চলে। আর সেই সুযোগটা কাজে লাগিয়েছে কন্ট্রাক্ট ম্যারেজের দালালরা। তারা আর কাউকেই টাকা ফেরত দেয়নি। 

সাইপ্রাসে যেসব বাংলাদেশি বিয়ের দালাল আছে তাদের নিজেদেরই কোনো কাগজ নেই। তারা নিজেরাই এসাইলাম আবেদন করে রিজেক্ট খেয়েছে। নিজেরাই অসহায় জীবনযাপন করছে। তারা নিজেরাও জানে না তাদের ভবিষ্যৎ কী! অথচ তারা মানুষকে কন্ট্রাক্ট ম্যারেজ করিয়ে কাগজ করে দেবে বলে লাখ লাখ টাকা আত্নসাৎ করছে। আর তাদের পাঁতানো ফাঁদে পাঁ দিচ্ছে নর্থ সাইপ্রাস থেকে আসা বাংলাদেশিরা। অনেকেই বাংলাদেশ থেকে জমি বিক্রি করে, ব্যাংক থেকে লোন নিয়ে সাইপ্রাসে টাকা এনে দালালদের দিয়েছে। টাকা দেওয়ার পর তারা এখন অসহায়। 

বাংলাদেশি দালালদের বিরুদ্ধে অনেকেই সাইপ্রাসে বাংলাদেশ কমিউনিটির কাছে বিচার নিয়ে গেলেও কোনো সমাধান পাননি। সাইপ্রাসে বাংলাদেশ কমিউনিটি শুধু নামেমাত্র, বাস্তবে এটার কোনো ভিত্তি নেই। জানা যায়, কমিউনিটির সিনিয়র কিছু ব্যক্তিও কন্ট্রাক্ট ম্যারেজের দালালির সঙ্গে জড়িত এবং কমিউনিটির সভাপতি সেক্রেটারি এসব দালালদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও আছে অনেক। তাই এখন কোনো বাংলাদেশি প্রতারণার শিকার হলেও কমিউনিটির কাছে যায় না। 

এ ব্যাপারে সাইপ্রাস প্রবাসী সিনিয়র সিটিজেন মোজাম্মেল হোসেন তারেক জানান, কেউ যেন কন্ট্রাক্ট বিয়ের জন্য আর কোনো দালালের সঙ্গে টাকা-পয়সার লেনদেন না করে। প্রবাসী সুজন ভুঁইয়া জানান, দালালদের বিরুদ্ধে এসব অভিযোগের কোনো সমাধান নেই। একমাত্র সমাধান হচ্ছে সচেতনতা তৈরি করা। তিনি আরো জানান, কোনো বাংলাদেশি যেন সাইপ্রাসে বিয়ে করে পেপার করার আশায় নর্থ সাইপ্রাস থেকে না আসে। বর্তমানে নর্থ সাইপ্রাস থেকে আসা মানে নিজের জীবন ধ্বংস করা।

জামান / জামান

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুয়াইস ট্রাভেলস এর দ্বিতীয় শাখা

কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কাতারে যাত্রা শুরু করলো, বাংলাদেশি প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

কাতারে কাশেম আলী'র মৃত্যুতে দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্রগ্রামবাসী