ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের উপাধক্ষের অবৈধ নিয়োগে চাকরি করার অভিযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ২:৪৯
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের উপাধক্ষের অবৈধ নিয়োগে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে।
 
বিশেষ সুত্রে জানা যায়, উপজেলার ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ে উপাধক্ষ জনাব ফারুক হোসেন আহমেদ গত ০৬/০৮/২০০৯ ইং তারিখে নিয়োগ নির্বাচনী বোর্ডের মাধ্যমে উক্ত মহাবিদ্যালয়ে উপাধক্ষ হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। উপাধক্ষ পদে নিয়োগ নির্বাচনী বোর্ডের শর্ত না মেনে অবৈধ নিয়োগ নির্বাচনী বোর্ড দেখিয়ে নিয়োগ নেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোন বে-সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক/উপাধক্ষ/অধ্যক্ষ নিয়োগে নিয়োগ নির্বাচনী বোর্ড এর প্রত্যেক সদস্যের কমপক্ষে স্নাতক (পাস) পাশ থাকা উচিত।
 
কিন্তু উক্ত মহাবিদ্যালয়ের উপাধক্ষ নিয়োগে নিয়োগ নির্বাচনী বোর্ডের একজন সদস্য জনাব আবু বক্কর সিদ্দিক সাহেব স্নাতক (পাস) পাশ ছিলেননা। অবৈধ নিয়োগ বোর্ডের মাধ্যমে অবৈধ উপাধক্ষ জনাব ফারুক হোসেন আহমেদ উপাধক্ষ নিয়োগ প্রাপ্তির পর বিগত অক্টোবর/২০০৯ ইং হতে এপ্রিল/২০১০ ইং পর্যন্ত মোট ০৭(সাত) মাস অবৈধভাবে তার পূর্বের পদের সরকারী অংশের বেতন ভাতাদি উত্তলন করেন, যাহা চাকুরী বিধিমালা পরিপন্থি। কারণ কোন বেসরকারি প্রতিষ্ঠানের কোন শিক্ষক/কর্মচারী নিম্নপদ হতে উচ্চ পদে যোগদান করলে নিম্ন পদ ইস্তফা দিয়ে উচ্চপদে যোগদান করতে হয়, ফলে নিম্নপদের বেতন ভাতাদি উত্তলোন করতে পারেনা।
 
কিন্তু অবৈধ ভাবে নিয়োগ প্রাপ্ত উপাধক্ষ সরকারের নির্দেশনা প্রতিপালন না করে অদৃশ্য শক্তির ইশারায় উপাধক্ষ পদে যোগদানের পরও জনবল কাঠামো ও এমপিও নীতিমালা আইনের ১৮(১) (খ) ধারায় বেতন ভাতাদির সরকারী অংশ কর্তন, বাতিল, স্থগিত করণের বিষয়ে উল্লেখ থাকলেও সরকার নির্ধারিত বেতন ভাতা কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই পূর্বের পদের ০৭(সাত) মাসের বেতন ভাতা উত্তলোন করছেন, যা নাগেশ্বরী সোনালী ব্যাংক শাখায় ফারুক হোসেন আহমেদ এর ব্যাক্তিগত চাকরির হিসাব নম্বরে পূর্বের পদের ২০০৯ ইং সালের ৩ (তিন) মাস এবং ২০১০ সালের ৪ (চার) মাস সহ ৭ (সাত) মাসের বেতন ভাতা উত্তলোনের রেকর্ড আছে। এমনকি কলেজেও বেতন বিলি রেজিঃ খাতায় স্টাম্পে স্বাক্ষর করার প্রমাণ আছে।
এ বিষয়ে অভিযুক্ত উপাধক্ষ জনাব ফারুক হোসেন আহমেদ সাহেবের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। তিনি আরও বলেন আমি উপাধক্ষ পদে বৈধ ভাবে নিয়োগ নিয়েছি। কেউ যদি কোন অনিয়মের কথা বলে তাহলে আমার বৈধ কাগজ পত্রাদি দেখাতে পারব।
এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহদয়ের সাথে কথা বললে তিনি বলেন যেহেতু আমার সময় ফারুক হোসেন আহমেদ নিয়োগ নেননি সেহেতুতে নিয়োগের কাগজ পত্রাদি দেখে যদি অনিয়ম হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।"

 

শাফিন / এমএসএম

টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

হরিপুরে ইয়াবা নিয়ে খাদ্য বান্ধব ডিলার সহ আটক দুই

কালীগঞ্জে ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা

‎চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

জুলাই'য়ে আহত অপূর্ব'র করা ১৩৫ আসামির বিরুদ্ধে মামলা এনসিপি'র নয়

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি

কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সলঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষন"থানায় মামলা দায়ের