ত্রুটিপূর্ণভাবে গ্লাস স্থাপনে ঠিকাদার ও কর্তৃপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
মাদারীপুরে প্রায় ৭০ কোটি টাকা খরচে নির্মিত সরকারি সমন্বিত অফিসসমূহের দশতলা ভবনের জানালার ২৪টি গ্লাস সঠিক ভাবে স্থাপন না করায়, হালকা বাতাসেই খুলে পড়ে ভেঙ্গে গেছে। সঠিক ভাবে গ্লাসগুলো স্থাপন করা হয়নি, এমন অভিযোগে ঠিকাদার ও গণপূর্ত কর্তৃপক্ষ একে অপরকেই দায়ী করছেন।
সংশ্লিষ্ট ও সরেজমিনে সূত্রে জানা গেছে, মাদারীপুর লেকেরপাড়ে গত ১ ডিসেম্বর থেকে সরকারি সমন্বিত অফিস সমূহের জন্য নির্মিত দশতলা ভবনে ২৫ টি অফিসের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়ার পর থেকে এই ভবনের গত তিন মাস ধরেই একটি একটি করে বরাদ্দ পাওয়া সরকারি অফিসগুলো আসতে শুরু করে। এরই মধ্যে গত ৪ ফেব্রুয়ারি দিন রাত বৃষ্টি ও হালকা বাতাস প্রবাহিত হওয়ায় ভবনটির ষষ্ঠতলার পূর্বদিকের উত্তরপাশের ৪২ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট উচ্চতার জানালার ২৪ টি গ্লাস খুলে পড়ে ভেঙ্গে গেছে। যে অংশ ভেঙ্গে গেছে, সেই অংশের রুমগুলোতে এখনো কোন অফিস কার্যক্রম শুরু করেনি। এই ঘটনায় ত্রুটিপূর্ণ ভাবে জানালার গ্লাসগুলো স্থাপন করার অভিযোগ উঠলে ঠিকাদার ও গণপূর্ত কর্তৃপক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
এই বিষয়ে মাদারীপুরের গণপূর্ত নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান বলেন, ‘নতুন দশতলা ভবনের ৬ষ্ঠ তলায় গ্লাসগুলো যখন জানালায় স্থাপন করা হয়, তখন সঠিক ভাবে স্থাপন না করার কারণেই বাতাসে ভেঙ্গে পড়ে গেছে। এখন আমরা বিষয়টি ঢাকায় জানিয়েছি। খুব দ্রুত ভবনের আরো কি কি ধরনের সমস্যা আছে, সেসব বিষয় একটি কোম্পানীকে দায়িত্ব দিয়ে খতিয়ে দেখব।’
ভবনের স্থানীয় ঠিকাদার সৈয়দ আবুল বাশার বলেন, ‘ ছয় তলার জানালার গাøসগুলো বাতাসে ভেঙ্গে পড়ার পেছনে আমাদের কোন ভুল ছিল না। যদি ভুল থেকে থাকে, সেটা গণপূর্ত কর্মকর্তাদের। আমাদের কর্মীরা তো ঠিকমতই গ্লাসগুলো বসিয়েছে। এটা দেখা ও মনিটর করার কথা ইঞ্জিনিয়ারদের। এখন তারাই ভাল বলতে পারবে, কি কারণে গ্লাসগুলো ভেঙ্গে গেছে। আমরা বলতে পারব না। আমরা ঠিক ভাবেই বসিয়েছিলাম।’
মাদারীপুর গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, শহরের শকুনী লেকের উত্তর পাড়ের পুরনো জেলা প্রশাসকের কার্যালয়ের জমিতে ৬৯ কোটি ৭০ লাখ টাকা খরচে ২০১৬ সালে দশতলা সরকারি সমন্বিত অফিস ভবনটি নির্মাণ কাজ শুরু করে। যা শেষ হয় চলতি বছরের আগস্ট মাসে। এখানে ব্যাংক ও গণপূর্ত কন্ট্রোল রুম, ক্যাফেটোরিয়া ও পোষ্ট অফিস, জেলা নির্বাচন অফিস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অফিস, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, জেলা সমবায় কার্যালয়, জেলা মার্কেটিং অফিস, জেলা তথ্য অফিস, একটি বাড়ি একটি খামার, ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়, জেলা পাট অধিদপ্তরের কার্যালয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট অফিস, জেলা সঞ্চয় অফিস, জেলা ক্রীড়া অফিস, জেলা সমাজ সেবা অফিস, জেলা শিশু একাডেমী, কাস্টমস. এক্সসাইজ ও ভ্যাট বিভাগ, হিসাব তত্ত্বাবধায়কের কার্যালয়, সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো, জেলা প্রশাসকের বিশেষ কার্যালয়, গণপূর্ত উপ-বিভাগীয় কার্যালয় নিয়ে মোট এই ২৫ টি সরকারি অফিসকে ভবন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে, সবগুলো অফিস এখনো নতুন ভবনে এসে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি।
শাফিন / জামান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক
গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা
জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১
রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে
পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার
কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়
মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি
পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা
নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১
শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ আহত দুই
Link Copied