গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের মামলায় অতিষ্ঠ সম্ভ্রান্ত নিরীহ পরিবার
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা আনসার আলীর (৪৫) পরিবার মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ এবং পরিবারটি নিরাপত্তহীনতায় আছে।
জানা যায়, শ্যামপুর গ্রামের মৃত আরোশ আলীর ছেলে আনসার আলীর জন্মসূত্রে ঐ গ্রামে বসবাস করে আসছিল। একই গ্রামের মৃত আহন্মদ এর ছেলে জাহাঙ্গীর আলম( ৪৮) মাদক ব্যাবসার সাথে জড়িত থাকায় একটি কুচক্রী মহলের যোগসাজশে সে আমার পরিবারকে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করছে। উল্লেখ্য, সে সম্পর্কে আমার চাচাতো ভাই।
আনছার আলী বলেন, আমি তার এ মাদক ব্যবসা না করার কথা বলাতে আমার ওপর তার ক্ষোব। আমার বিরুদ্ধে সে প্রথমে জমি দাবি করে মিথ্যা মামলা করে ২০২০ সালের ১৪ ডিসেম্বর। আদারতের মধ্যমে তা খারিজ হয়। পরে আবার মিথ্যা মামলা করে ২০২১ সালের ২৩ জানুয়ারি। কোনোকিছুতে কাজ না হলে এবার আবার মোটরসাইকেল ছিনতাইয়ের নাটক করে মামলা দিয়ে হয়রারি করছে। একই গ্রামের মৃত জামেদ আলীর ছেলে সিদ্দিকুর (৩৫)-সহ জাহাঙ্গীর আলম মোটরসাইকেলটি তার নিজের বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও লুকিয়ে রেখে মিথ্যা মামলা করে, আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়ে জাহাঙ্গীরের ছেলে নরবাবুকে জিজ্ঞাসা করলে সে জানায় আমি নিজে মোটরসাইকেল দুপুর আনুমানিক ১টার সময় ঘরের বারান্দায় উঠিয়ে রেখেছি। তার মা জাহানারা বেগম জানায়, আমি রাতে ঘুমানোর আগ পর্যন্ত মোটরসাইকেল বারন্দায় দেখেছি। সকালে উঠে বাড়িতে আর মোটরসাইকেল দেখিনি। আনছার আলী একজন সন্মানী ব্যক্তি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান।
একই গ্রামের সাত্তার জানান, আমি রাত আনুমানিক ৩টার দিকে পুকুর দেখার জন্য উঠি। এ সময় জাহাঙ্গীর আলম ও সিদ্দিকুরকে মোটরসাইকেল নিয়ে যেতে দেখেছি।
আনছারের পরিবারের লোকজনসহ আশপাশের এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আমাদের গ্রামসহ আশপাশের গ্রামের যুবক ছেলেদের নষ্ট করছে। তাই তাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে জাহাঙ্গীরের মোবাইলে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
শাফিন / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)