ঢাকা বৃহষ্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

দুই কর্মকর্তাকে বহিস্কার কি রেলমন্ত্রীর 'রাগের মাথায় ভুল' সিদ্ধান্ত?


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ১২:১১

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ভিজিটে এসে অব্যব্যস্থাপনার অভিযোগে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন দুই কর্মকর্তাকে। যদিও উক্ত অব্যবস্থাপনার জন্য দায়ী করা হলেও প্রকৃত অর্থে তারা দায়ী নন বলে জানা গেছে। 

বিষয়টি নিয়ে রেলমন্ত্রীকে রেলওয়ের (পূর্বাঞ্চল) ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝাতে সক্ষম হওয়ায় তিনি অনেকটা নমনীয় হন বলেও জানা গেছে। অন্যদিকে রেলমন্ত্রীর 'ক্ষোভ' দেখে পার্কিং স্পেসে ট্রাক রাখা ও ময়লার বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে রেলওয়ে।

রোববার  রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপকের সঙ্গে দুই কর্মকর্তার বহিস্কারের সিদ্ধান্তের বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

শনিবাদ রেলমন্ত্রীর নুরুল ইসলাম সুজন চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনকালে অব্যবস্থাপনার দায়ে রেলওয়ে (পূর্ব) বিভাগীয় কর্ম ব্যবস্থাপক (ডিআরএম) তারেক মোহাম্মদ সামছ তুষার ও চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কান্তি দেবাশীষকে সাময়িক বহিস্কারের মৌখিক নির্দেশ দেন।

দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 'রাগের মাথায় ভুল সিদ্ধান্ত' বলে মনে করেন রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান।

তিনি বলেন, 'পরিচ্ছন্নতার বিষয় দেখভালের কাজ চিফ কমার্শিয়াল দপ্তরের (সিসিএম)। এ ঘটনার দায় কোনোভাবে ডিআরএম ও স্টেশন ম্যানেজারের নয়।

জাহাঙ্গীর হোসেন রেল মহাব্যবস্থাপকের (পূর্বাঞ্চল) কাছে  জানতে চাইলে তিনি বলেন, 'ডিআরএমের দোষ না থাকলেও তিনি দায় এড়াতে পারেন না। তার উচিত ছিল দুই দপ্তরের কার্যক্রম মনিটরিং করা। সে হিসেবে মন্ত্রী মহোদয়ের আদেশকে ভুল বলা যায় না। তবু আমরা সকল কর্মকর্তা মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রকৃত অবস্থা তুলে ধরে নমনীয় হওয়াদ অনুরোধ করে এবারের মত ক্ষমা করে দিতে অনুরোধ করি। আশা করি তিনি সকলের অনুরোধ রাখবেন। পার্কিং, গোউাউনের অব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যেই কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।'

উল্লেখ্য, পরিস্কার পরিচ্ছন্নতায় বিভাগীয় মেডিকেল অফিসার দপ্তরে রয়েছে সুইপার খালাসী পদে প্রায় শতাধিক কর্মচারী। অভিযোগ রয়েছে, রেলওয়ে দপ্তর ও কলোনীগুলোতে পরিস্কার পরিচ্ছন্ন না করেই বসেই বেতন ভাতা নিচ্ছেন প্রায় শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। 

শাফিন / শাফিন

মাওঃ আব্দুল জব্বার নুরী ফরাজীর ইন্তেকাল

ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ

নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা

সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন

মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার