টাকা কম দিতে চাওয়ায় ফিরে এলো শিক্ষার্থীরা
আক্কেলপুরে প্রসংশাপত্র বিতরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে প্রসংশাপত্র বিতরণের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার রায়কালী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। যেখানে একটি প্রসংশাপত্র তৈরি করতে খরচ হয় ১০ টাকা। টাকা উত্তোলনের কোনো সরকারি আদেশ না থাকলেও নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে এসব টাকা আদায় করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়টি থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৩১ জন এবং উত্তীর্ণ হয়েছে ১২৬ জন শিক্ষার্থী। সে হিসাবে ১২৬ শিক্ষার্থীর প্রসংশাপত্রের দাম ৩৭ হাজার ৮০০ টাকা।
বুধবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলে, প্রধান শিক্ষকের নির্দেশে প্রসংশাপত্র নেয়ার জন্য শিক্ষার্থীপ্রতি ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। ওই টাকা না দিলে স্কুল থেকে প্রশংসাপত্র দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে এসব টাকা আদায়ের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, গত বুধবার আমরা কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে প্রসংশাপত্র নেয়ার জন্য গেলে আমাদের কাছে ৩০০ টাকা করে চাওয়া হয়। আমরা বলেছি পাঁচ বছর বিদ্যালয়ে পড়াশোনা করলাম, অন্তত ১০০ টাকা কম নেন। কিন্তু স্যাররা বলেন কোনো টাকা কম নেয়া যাবে না। সর্বশেষ ১০ টাকা কম নেন, তাও তারা কম নেননি। তাই আমরা প্রসংশাপত্র না নিয়েই ফিরে আসি।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, দেখুন, প্রসংশাপত্র বিতরণে সকল প্রতিষ্ঠানই কম-বেশি টাকা নেয়। অনেকে আবার ফ্রিতেও দেয়। আমরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩০০ টাকা করে নিচ্ছি। তার কাছে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের রেজুলেশন দেখতে চাইলে তিনি তা দেখানোর কোনো বিধান নেই বলে সাফ জানিয়ে দেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জলিল মুঠোফোনে বলেন, আমি ঢাকায় অবস্থান করায় প্রসংশাপত্র বিতরণে অর্থ আদায়ের বিষয়ের আমার জানা নেই। প্রধান শিক্ষকের সাথে এ বিষয়ে কথা বলব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন বলেন, প্রসংশাপত্র বিতরণে অর্থ আদায়ে সরকারি কোনো নির্দেশনা নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান বলেন, এ বিষয়ে টাকা নেয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি আমরা দেখছি।
শাফিন / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫