ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সৌরবিদ্যুতের খুঁটিসহ ৪ চোরকে ছেড়ে দিল পুলিশ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৩:২৩

গাজীপুর মহানগরীর পূবাইলে সৌরবিদ্যুতের লাখ টাকার স্টিলের খুঁটি চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে কথিত সিটি করপোরেশনের পিওন শরিফুলসহ চোর সিন্ডিকেটের ৪ সদস্য। একজন পালিয়ে যায়। চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটেছে পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মেঘডুবি পশ্চিমপাড়া সোনার বাংলা সড়কে।

স্থানীয় জনতা তাদের আটক করে অর্ধেক খুঁটিসহ পুলিশে দিলেও ওই চারজনকেই থানা হাজত থেকে ছেড়ে দেয় পুলিশ। বাকি অর্ধেক খুঁটি বিক্রির টাকা ভাগাভাগি করার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। আটকৃতরা হলেন- সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের কাউন্সিলরের চাচাতো ভাই পিওন মো. শরিফ হোসেন ওরফে শরিফ (৩৮), একই এলাকার ইলেকট্রিশিয়ান ইয়ার খান (৪৪), তবির হোসেন (২৮) এবং আরজু মিয়া (২৫)। 

গত সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা পরিচয়ে প্রায় ২৫ ফুট লম্বা খুঁটির গোড়ার অংশের স্টিলের প্লেটসহ অর্ধেক বিক্রি করে স্থানীয় একটি ভাঙারির দোকানে। পরে রাত ১১টার দিকে বাকি অর্ধেক ভ্যানে করে নিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে চোর চক্রটি। এলাকাবাসীর প্রশ্ন-  অর্ধেক খুঁটিসহ ছেড়ে দিল পুলিশ কিন্তু বাকি অর্ধেক কে দেবে? সঠিক তদন্ত হলে থলের বেড়াল বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছেন  স্থানীয়রা। 

ঘটনা সূত্রে ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মেঘডুবি পশ্চিমপাড়ার জয় বাংলা সড়কে চারজনকে হাতেনাতে অর্ধেক খুঁটিসহ জনতা পুলিশের হাতে তুলে দেয়। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ১৬ ঘণ্টা পর থানা হাজত থেকে দিনভর অনেক নাটকীয়তার পর স্থানীয় কাউন্সিলর আজিজুর রহমান শিরিষের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ভাঙারির দোকানে প্রায় ২৫ ফুট লম্বা স্টিলের খুঁটির নিচের অর্ধেক দামি প্লেটসহ বিক্রি করে বাকি অর্ধেক আরজু মিয়ার ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে চোর চক্রের ৫ জন সোমবার রাত ১১টায়। পুলিশে খবর দিলে টহলরত পুলিশের এএসআই আলিম ৪ জনকে আটক করে অর্ধেক খুঁটিসহ থানায় নিয়ে যান। অন্য একজন দৌড়ে পালিয়ে যায়। ওই সময় এএসআই আলীম উপস্থিত কয়েকজনের  স্বাক্ষরও নেন। 

অন্যদিকে বুধবার দুপুরের দিকে সোনার বাংলা সড়কে গিয়ে দেখা যায়, পুলিশের উদ্ধার করা অর্ধেক খুঁটি পড়ে রয়েছে রাস্তার ওপর। বাকি অর্ধেকের নেই কোনো হদিস।

এলাকাবাসী জানান, এর আগে এই চক্রটিকে প্রায় ৩৩টি সৌর স্ট্রিট লাইটের দামি ব্যাটারিসহ জনতা আটক করে তাদের ব্যাটারিসহ শিরিষ কাউন্সিলের নিকট সোপর্দ করেছিল। কিন্তু এ থকে এলাকাবাসী পরিত্রাণ পায়নি। এখন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান সচেতন এলাকাবাসী।

চোর আটকের বিষয়ে পূবাইল থানার এএসআই আলিম জানান, ওরা চোর নয়, সন্দেহজনক ঘোরাফেরা করার জন্য এবং নাম-ঠিকানা ঠিকমতো বলতে পারছিল, না তাই ধরে এনেছি। ওসি স্যার কাউন্সিলর শিরিষের জিম্মায় ছেড়ে দিয়েছেন। মামলা হয়নি।

পূবাইল মেট্রোপলিটন থানার ওসি মহিদুল ইসলাম জানান, সিটি করপোরেশনের খুঁটি, সিটি করপোরেশনের লোক, এসে নিয়ে গেছে। স্থানীয় সিটি করপোরেশনের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষের জিম্মায় ছেড়ে দিয়েছি। রিপোর্ট কইরেন না। 

প্রায় ১৬ ঘণ্টা পর থানা হাজত থেকে ৪ জন খুঁটি চোরকে ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফুল কবির জানান, সরকারি সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এ বিষয়ে পুলিশের কোনো গাফেলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। সুন্দর করে নিউজ করে দেন, টনক নড়বে। এই চুরি রোধ করার দায়িত্ব আমাদের সবার।

থানা থেকে জিম্মায় ৪ চোরকে অর্ধেক খুঁটিসহ ছাড়ানোর কথা স্বীকার করে স্থানীয় ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ জানান, ওই খুঁটি ওরা অন্য জায়গায় স্থাপন করতে নিয়ে যাচ্ছিল। চুরি তাদের উদ্দেশ্যে নয়। তবে তাদের দোষ, তারা দিনে না নিয়ে রাতে নিয়েছে।

সিটি করপোরেশনের খুঁটি কেটে চুরি করার বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সিটি করপোরেশনের অনুমতিপত্র ছাড়া সিটির কোনোকিছুই স্থানান্তর বা সরানো আইনবহির্ভূত। খুঁটিসহ ধরে পুলিশ ছাড়তে পারে না। আমার বিদ্যুৎ বিভাগ মামলা করবে।

শাফিন / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত