ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৩৭ লাখ টাকার বাগান বিক্রি করলেন হারবাং বিট কর্মকর্তা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১২:২০
গাছ পাচার চক্রের সাথে হাত মিলিয়ে হারবাং বিটের অধীনে শ্রাবণ ঘাটা রইদ্দার ঘোনা এলাকার ৩৭ লাখ টাকা দামের গাছ বাগান বিক্রির অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন বিভাগের চুনতি রেঞ্জ কর্মকর্তা ও হারবাং বিট কর্মকর্তা মো. শাহিনুর বিপ্লবের বিরুদ্ধে। 
 
হারবাং বিট কর্মকর্তা বলছেন, অবৈধ জবরদখলমুক্ত করে নতুন বাগান সৃজনের জন্য বাগনটি কাটা হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন বিভাগ বলছে, বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১১ মোতাবেক ব্যক্তিমালিকানাধীন যুথ ভূমি থেকে গাছ কাটতে বা অপসারণ করতে হলে বন বিভাগের পারমিট বা অনুমোদন নিতে হবে। 
 
অভিযোগ রয়েছে, বিট কর্মকর্তা শাহিন ও তার সহযোগী সৈকত মণ্ডলকে মোটা অংকের টাকা দিয়ে আতাউর রহমান বরকতের কাছ থেকে ৩৭ লাখ বাগান কিনে নেন স্থানীয় গাছ পাচার চক্রের ৭ সদস্য। তারা হলেন- মাস্টার বেলাল উদ্দিন, আব্দুল মালেক (প্রকাশ বাইট্টা মালেক), ছৈয়দ ফকির,  বাশেক, আজিজ উদ্দিন (প্রকাশ ক্লিয়ার আজিজ), আক্তার ও ছৈয়দনূর।
 
সরেজমিন দেখা গেছে, হারবাং বিট অফিসের এক কিলোমিটার পূর্বে বিশাল বাগানে চলছে গাছ কাটার মহোৎসব। সারি সারি কাটা গাছগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। আর এসব গাছ কাটার নেতৃত্ব দিচ্ছে স্থানীয় ক্লিয়ার আজিজ নামে পরিচিত আজিজ উদ্দিন, বাইট্টা মালেক নামে পরিচিত মালেক ও মাষ্টার বেলাল উদ্দিন। এছাড়াও তাদের রয়েছে আরো চারজন পার্টনার। এই সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে প্রতি বছর কোটি কোটি টাকার বাগান বিক্রি করেন বিট কর্মকর্তা শাহিন, এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
 
স্থানীয়রা আরো জানান, বিট কর্মকর্তা শাহিনুর বিপ্লব যোগদানের পর থেকে শুরু হয়ে বন নিধন কার্যক্রম।  ছোট-বড় শতাধিক বাগান বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করেন তিনি এবং টাকার বিনিময়ে বনের জমিতে বসিয়েছেন হাজার হাজার ঘরবাড়ি। 
 
গাছ পাচার চক্রের ৭ সদস্যের সাথে কথা বললে তারা জানান, আমরা চুনতি রেঞ্জ কর্মকর্তা ও হারবাং বিট কর্মকর্তা শাহিনুর বিপ্লবের সাথে কথা বলেই ৩৭ লাখ টাকায় বাগান ক্রয় করেছি আতাউর রহমান বরকতের কাছ থেকে। তিনি মৌখিখভাবে কাটার অনুমতি দিয়েছেন। আমরা ইতোমধ্যেই তিন ভাগের দুভাগ কেটে ফেলেছি। বাকি গাছগুলো কাটার প্রক্রিয়া চলমান রয়েছে।
 
টাকার বিনিময়ে বাগান বিক্রির ব্যাপারে জানতে চাইলে হারবাং বিট কর্মকর্তা শাহিনুর বিপ্লব জানান, স্থানীয় আতাউর রহমান বরকত নামে একজন দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করে আছে। দখলমুক্ত করে সুফল প্রকল্প বাস্তবায়নের জন্য বাগানটি কাটা হচ্ছে। কোনো প্রকার টেন্ডার প্রক্রিয়া ও বন বিভাগের অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা যায়- জানতে চাইলে তিনি জানান, এখানে টেন্ডার ও অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি দখলমুক্ত করার জন্য বাগানটি কাটছি। দখলমুক্ত হয়ে গেলে পুনরায় বাগানের আওতায় নিয়ে আসব বলে জানান তিনি।
 
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বন বিভাগের গাছ কাটা হচ্ছে এমন অভিযোগে সরেজমিন তদন্ত করেছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাদের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেয়া হবে। সরেজমিন পরিদর্শন করার পরও কেন গাছ কাটা বন্ধ হয়নি- এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তিনি।

শাফিন / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত