গাজীপুরে ২য় পর্যায়ে ২০২টি গৃহহীন পরিবার পাচ্ছে গৃহ ও ভূমি
গাজীপুর জেলার ৫টি উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্প হতে দ্বিতীয় পর্যায়ে ২০২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব ঘরের চাবি হস্তান্তর করবেন।
শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, গাজীপুর জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী, সিনিয়র সহকারি কমিশনার (এসএ শাখা, ভিপি শাখা) মোসা. হাফিজা জেসমিন, সহকারি কমিশনার (এলএ শাখা) চৌধুরী মুস্তাফিজুর রহমান, গাজীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, সহকারি কমিশনার (আইসিটি শাখা, মিডিয়া ও রিসার্চ সেল) ওয়াসিউজ্জামান চৌধুরী প্রমুখ।
তিনি জানান, '২০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার যারা প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতকরণে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে ঘরগুলো স্থানীয় গ্রোথ সেন্টারের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় বিদ্যুৎ সুবিধা ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকেও নির্দেশনা প্রদান করা হয়েছে। '
তিনি আরও জানান, 'দ্বিতীয় পর্যায়ে জেলার ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬৫টি, কালিয়াকৈর উপজেলায় ৯০টি, কাপাসিয়া উপজেলায় ১২টি, শ্রীপুর উপজেলায় ১৫টি, কালীগঞ্জ উপজেলায় ২০টি ঘর বরাদ্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গাজীপুর জেলায় ২৮৫টি ভূমিহীন পরিবারের মধ্যে গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রমের মধ্য দিয়ে গাজীপুর জেলায় এ পর্যন্ত মোট ৪৮৭টি পরিবারকে দুই শতাংশ করে জমিসহ গৃহ প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied