গাজীপুরে ২য় পর্যায়ে ২০২টি গৃহহীন পরিবার পাচ্ছে গৃহ ও ভূমি

গাজীপুর জেলার ৫টি উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্প হতে দ্বিতীয় পর্যায়ে ২০২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব ঘরের চাবি হস্তান্তর করবেন।
শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, গাজীপুর জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী, সিনিয়র সহকারি কমিশনার (এসএ শাখা, ভিপি শাখা) মোসা. হাফিজা জেসমিন, সহকারি কমিশনার (এলএ শাখা) চৌধুরী মুস্তাফিজুর রহমান, গাজীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, সহকারি কমিশনার (আইসিটি শাখা, মিডিয়া ও রিসার্চ সেল) ওয়াসিউজ্জামান চৌধুরী প্রমুখ।
তিনি জানান, '২০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার যারা প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতকরণে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে ঘরগুলো স্থানীয় গ্রোথ সেন্টারের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় বিদ্যুৎ সুবিধা ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকেও নির্দেশনা প্রদান করা হয়েছে। '
তিনি আরও জানান, 'দ্বিতীয় পর্যায়ে জেলার ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬৫টি, কালিয়াকৈর উপজেলায় ৯০টি, কাপাসিয়া উপজেলায় ১২টি, শ্রীপুর উপজেলায় ১৫টি, কালীগঞ্জ উপজেলায় ২০টি ঘর বরাদ্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গাজীপুর জেলায় ২৮৫টি ভূমিহীন পরিবারের মধ্যে গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রমের মধ্য দিয়ে গাজীপুর জেলায় এ পর্যন্ত মোট ৪৮৭টি পরিবারকে দুই শতাংশ করে জমিসহ গৃহ প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান
Link Copied