ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শ্রীমঙ্গলে পাহাড় ও গাছ কাটার মহোৎসব


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ১:১১
শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের দোহাই দিয়ে মির্জাপুর পাহাড়তলীসহ একাধিক পাহাড়ের মাটি, বালু ও গাছ কেটে বিক্রি, আবাস্থল গড়ে তোলাসহ নানা স্বার্থে এসব পাহাড় নির্বিচারে বিলীন করে দিচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত সমানতালে চলে পাহাড় ও বিভিন্ন প্রজাতির গাছ কাটার কাজ। এ যেন পাহাড় ও গাছ কাটার মহোৎসব।
 
চলে বনাঞ্চলের ঘেরা পাহাড় ও গাছ কাটার ধুম। বিগত কয়েক বছরে এ অঞ্চলের প্রায় অর্ধেকের চেয়ে বেশি পাহাড় ও টিলা কেটে সমতল করা হয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে চাপা ক্ষোভ থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। প্রভাবশালী মহলটি ক্ষমতার দাপট ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড়ের মাটি ও গাছ কেটে সাবাড় করে ফেলছে। ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
 
সরেজমিন মির্জাপুর ইউনিয়নের পাহাড়তলীসহ ওই এলাকা ঘুরে দেখা যায়, উঁচু পাহাড়ের মাঝখানে মাটি কেটে করা হয়েছে সমতল। পাশেই দেখা যায় হারানোর পাহাড়ের ক্ষতচিহ্ন। কোথাও কোথাও পাহাড়ের বুক চিরে সমতল করা জায়গায় স্থানীয় এক শ্রেণির বাসিন্দারা ঘর নির্মাণের কাজে ব্যস্ত। যেন পাহাড় কাটার উৎসবে নেমেছে তারা। সেই সঙ্গে পাহাড়ের চূড়ায় থাকা বিভিন্ন প্রজাতির গাছ নিধন করে ফেলছে। প্রকৃতির বুকে জীববৈচিত্র্য এখন হুমকির মুখে।
 
খোঁজ নিয়ে জানা যায়, পাহাড়ের মাটি কাটার কাজে ব্যবহৃত হচ্ছে অধ্যাধুনিক মেশিন। এর মাধ্যমে দ্রুততার সঙ্গে পাহাড়ের মাটি কেটে ফেলা হচ্ছে। সেগুলোকে ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। আবার অনেকেই গর্ত বা জমি ভরাট করে ঘর-বাড়ি নির্মাণ করছে।
 
স্থানীয় বাসিন্দারা বলেন, বিনা বাধায় মাইলের পর মাইল পাহাড় সাবাড় করছে। চক্রটি প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলছেন না। রাষ্ট্রের নির্দেশনা প্রশাসন বাস্তবায়নে যদি কোনো উদ্যোগ না নেয় তাহলে আর কিছুদিন পর এখানে আর কোনো পাহাড় খুঁজে পাওয়া যাবে না।
 
একাধিক সচেতন নাগরিক বলেন, পাহাড় কাটার বিষয়ে আমরা সুশীল সমাজ প্রতিবাদ করে আসছি। প্রশাসন কখনো কখনো ব্যবস্থা গ্রহণ করলেও আবার থমকে যায়। প্রভাবশালী মহলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তরা জড়িত বলে মনে করছি। দিন দিন পাহাড়ি জনপদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাহাড় রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
 
এ প্রতিবেদকসহ একাধিক সাংবাদিক সরেজমিন ঘটনার সত্যতা জানতে গেলে এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টজনরা পাহাড় ও টিলা কাটার বিষয়ে অবগত রয়েছেন। সে কারণে কিছুই হবে না। এখানে যারা পাহাড় কাটছে তাদের কথাই আইন। তারা যা বলবে, তাই হবে।
 
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন। এসব বিষয়ে আমাদের সহযোগিতা করা হয় না। পাহাড় কাটা সম্পূর্ণ একটি বেআইনি কাজ। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের যথাযথ আইনের আওতায় আনার চেষ্টা করছি।
 
এ ব্যপারে জানতে এ সংবাদ পরিবেশন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সাথে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
এলাকায় ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলনসহ গোপলা নদী থেকে অবৈধভাবে মাছ নিধন করা হচ্ছে। এসব অনিয়ম-দুর্নীতির কারণে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হলেও কার্যকরী প্রদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। অবৈধভাবে মাছ নিধন ও বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোপলা নদীসহ হাওর অঞ্চল। তাদের এমন কর্মকাণ্ডে সরকার একদিকে যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নদী, গ্রামীণ সড়ক ও ছড়ার বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
পরিবেশ-প্রতিবেশ ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

শাফিন / জামান

দক্ষিণ মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাবিপ্রবিতে ৫৮ জন গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দর্শনার বিভিন্ন মহল্লায় দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারনা

দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগকালে বাবু খান

শ্রীমঙ্গলে নতুন ওসির যোগদান

শীতের শুরুতেই বারহাট্টায় চিতই-ভাঁপায় মজেছে পিঠাপ্রেমীরা

পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত