ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

দেবীগঞ্জে গণেশের মূর্তি স্থাপন করে জমি দখলের অভিযোগ


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৫:৩৩
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরোধপূর্ণ জমিতে গণেশের মূর্তি স্থাপন করে জমি দখলের চেষ্টা করছেন পরেশ রায় নামে এক ব্যক্তি। বিরোধপূর্ণ জমিতে রাতারাতি মূর্তি স্থাপন করায় বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়েছে। পরেশ রায় খুটামারা অভিরামপাড়া এলাকার খগেন্দ্র নাথ রায়ের ছেলে। গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর পশ্চিম পাড়সংলগ্ন পারঘাট এলাকায় ১৬ শতক বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে।
 
বিবদমান তিন পক্ষ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিরোধপূর্ণ জমিটি নারায়ণ রায় নামে এক ব্যক্তির ছিল। তার জীবিতাবস্থায় জমিটি তার মামা পরেশকে চুক্তিভিত্তিক চাষের অনুমতি দেন। পরে তিনি ছয় শতক জমি একই উপজেলার কালীগঞ্জ এলাকার বিভাস রায় নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। জমি বিক্রির দুই বছর পর নারায়ণ মারা গেলে তার মামা পরেশ জমি নিজের দাবি করে বিভাসকে উচ্ছেদ করে জমি দখলে নেন। বিভাস তিনবার জমি দখলে নেয়ার পর প্রতিবারই পুনরায় জমি দখল করে নেন পরেশ।
 
স্থানীয়রা ‍আরো জানান, নারায়াণের মৃত্যুর প্রায় পাঁচ বছর পর পার্শ্ববর্তী খুটমারা এলাকার রতন আলী নামে এক ব্যক্তির কাছে তিন মাস আগে ১০ শতক জমি বিক্রি করেন তার স্ত্রী মুক্তি রানী। বিক্রির পর জমি দখলে পেলেও পরে পরেশ ওই জমি নিজের বলে দাবি করেন। এরমধ্যে রতন ও বিভাস ওই জমিতে দেয়াল তুলতে গেলেও পুলিশি বাধায় তা অসমাপ্ত রাখেন। এরই মধ্যে গতকাল বুধবার সকলের অগোচরে ওই জমিতে গণেশের মূর্তি স্থাপন করেন পরেশ। এর আগে গত ১০ ফেব্রুয়ারি উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সালিশের জন্য ডাকা হলেও পরেশ উপস্থিত না হয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেন। কিন্তু ১৩ ফেব্রুয়ারি তিনি রতন আলীর বিরুদ্ধে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন।
 
যদিও পরেশ বলেন, বিরোধপূর্ণ জমিটি তিনি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। বিভাস ও রতন অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান আছে। হঠাৎ করে প্রতিমা স্থাপনের বিষয়ে জানতে চাইলে পরেশ জানান, আগে থেকেই তিনি এখানে মন্দির স্থাপনের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বাধার কারণে তা সম্ভব হয়নি। জমির বিরোধ সংক্রান্ত বিষয়টি বিস্তারিত জানতে তিনি দেবীগঞ্জ কলেজের প্রভাষক সাজেদুল আলম দুলালের সাথে কথা বলতে বলেন। বিষয়টি জানতে সাজেদুল আলম দুলালের মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
 
এদিকে বিভাস ও রতন বলেন, উপযুক্ত মূল্য দিয়ে জমি কিনলেও এখন জমি দখলে পাচ্ছেন না। নিজের জমিতে দেয়াল তুলতে গেলেও বারবার বাধার সম্মুখীন হচ্ছেন।
 
বিরোধপূর্ণ জমিতে গণেশের মূর্তি স্থাপন করার বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় বলেন, পরেশ ধর্মীয় অনুভূতিকে ঢাল বানিয়ে মূর্তি স্থাপন করে অন্যায়ভাবে ভাগ্নের জমি দখলের চেষ্টা করছেন। সেখানে তার কোনো জমি নেই।
 
দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র  রায় বলেন, জমি দখলের উদ্দেশ্যে গণেশ ঠাকুরের মুর্তি স্থাপন করেছেন পরেশ নামের ওই ব্যক্তি। এটা অবশ্যই একটি জঘন্যতম কাজ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা। ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে এই ঘৃণ্য কাজের কোনোভাবেই সমর্থন করি না আমরা। আশা করছি পুলিশ প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে।
 
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। পৌরসভার মেয়র দুপক্ষের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
 
এ বিষয়ে জানতে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীককে মুঠোফোনে কল দেয়া হলেও তিনি মিটিংয়ে থাকায় কথা বলা সম্ভব হয়নি।

শাফিন / জামান

আনন্দ-উৎসবের সাথে দুর্গোৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানববন্ধন

কুতুবদিয়ায় কঠোর নিরাপত্তার মধ্যে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

রায়গঞ্জে ‘গ্রীণ ফেয়ারের’ উদ্যোগে গাছের চারা রোপণ

বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, মামলা আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষ

মানবতার সেতুবন্ধন: বাঘার কৃতি সন্তান রথীন্দ্রনাথের উদ্যোগে সম্প্রীতির উৎসব

অভয়নগরে পানের বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

অভয়নগরে একই সময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা- আহত ৩

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

অসুরের মুখে ছাই দিয়ে শুভশক্তির জয়লাভহবেঃ নাসিমুল গনি

নাগরপুরে শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শন করলেন ব্যারিস্টার গোলাম নবী

গাজীপুরে মুখে ঘামছা বেধে শিশু ধর্ষণ, পূজামন্ডপের সহসভাপতি গ্রেফতার

দেশ ও জাতিকে রক্ষা করতে বিএনপির ঐক্যবদ্ধের বিকল্প নাই:বিচারপতি আবদুস সালাম মামুন