ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দেবীগঞ্জে গণেশের মূর্তি স্থাপন করে জমি দখলের অভিযোগ


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৫:৩৩
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরোধপূর্ণ জমিতে গণেশের মূর্তি স্থাপন করে জমি দখলের চেষ্টা করছেন পরেশ রায় নামে এক ব্যক্তি। বিরোধপূর্ণ জমিতে রাতারাতি মূর্তি স্থাপন করায় বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়েছে। পরেশ রায় খুটামারা অভিরামপাড়া এলাকার খগেন্দ্র নাথ রায়ের ছেলে। গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর পশ্চিম পাড়সংলগ্ন পারঘাট এলাকায় ১৬ শতক বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে।
 
বিবদমান তিন পক্ষ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিরোধপূর্ণ জমিটি নারায়ণ রায় নামে এক ব্যক্তির ছিল। তার জীবিতাবস্থায় জমিটি তার মামা পরেশকে চুক্তিভিত্তিক চাষের অনুমতি দেন। পরে তিনি ছয় শতক জমি একই উপজেলার কালীগঞ্জ এলাকার বিভাস রায় নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। জমি বিক্রির দুই বছর পর নারায়ণ মারা গেলে তার মামা পরেশ জমি নিজের দাবি করে বিভাসকে উচ্ছেদ করে জমি দখলে নেন। বিভাস তিনবার জমি দখলে নেয়ার পর প্রতিবারই পুনরায় জমি দখল করে নেন পরেশ।
 
স্থানীয়রা ‍আরো জানান, নারায়াণের মৃত্যুর প্রায় পাঁচ বছর পর পার্শ্ববর্তী খুটমারা এলাকার রতন আলী নামে এক ব্যক্তির কাছে তিন মাস আগে ১০ শতক জমি বিক্রি করেন তার স্ত্রী মুক্তি রানী। বিক্রির পর জমি দখলে পেলেও পরে পরেশ ওই জমি নিজের বলে দাবি করেন। এরমধ্যে রতন ও বিভাস ওই জমিতে দেয়াল তুলতে গেলেও পুলিশি বাধায় তা অসমাপ্ত রাখেন। এরই মধ্যে গতকাল বুধবার সকলের অগোচরে ওই জমিতে গণেশের মূর্তি স্থাপন করেন পরেশ। এর আগে গত ১০ ফেব্রুয়ারি উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সালিশের জন্য ডাকা হলেও পরেশ উপস্থিত না হয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেন। কিন্তু ১৩ ফেব্রুয়ারি তিনি রতন আলীর বিরুদ্ধে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন।
 
যদিও পরেশ বলেন, বিরোধপূর্ণ জমিটি তিনি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। বিভাস ও রতন অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান আছে। হঠাৎ করে প্রতিমা স্থাপনের বিষয়ে জানতে চাইলে পরেশ জানান, আগে থেকেই তিনি এখানে মন্দির স্থাপনের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বাধার কারণে তা সম্ভব হয়নি। জমির বিরোধ সংক্রান্ত বিষয়টি বিস্তারিত জানতে তিনি দেবীগঞ্জ কলেজের প্রভাষক সাজেদুল আলম দুলালের সাথে কথা বলতে বলেন। বিষয়টি জানতে সাজেদুল আলম দুলালের মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
 
এদিকে বিভাস ও রতন বলেন, উপযুক্ত মূল্য দিয়ে জমি কিনলেও এখন জমি দখলে পাচ্ছেন না। নিজের জমিতে দেয়াল তুলতে গেলেও বারবার বাধার সম্মুখীন হচ্ছেন।
 
বিরোধপূর্ণ জমিতে গণেশের মূর্তি স্থাপন করার বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় বলেন, পরেশ ধর্মীয় অনুভূতিকে ঢাল বানিয়ে মূর্তি স্থাপন করে অন্যায়ভাবে ভাগ্নের জমি দখলের চেষ্টা করছেন। সেখানে তার কোনো জমি নেই।
 
দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র  রায় বলেন, জমি দখলের উদ্দেশ্যে গণেশ ঠাকুরের মুর্তি স্থাপন করেছেন পরেশ নামের ওই ব্যক্তি। এটা অবশ্যই একটি জঘন্যতম কাজ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা। ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে এই ঘৃণ্য কাজের কোনোভাবেই সমর্থন করি না আমরা। আশা করছি পুলিশ প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে।
 
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। পৌরসভার মেয়র দুপক্ষের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
 
এ বিষয়ে জানতে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীককে মুঠোফোনে কল দেয়া হলেও তিনি মিটিংয়ে থাকায় কথা বলা সম্ভব হয়নি।

শাফিন / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত