“সুশাসন ও শুদ্ধাচার দর্পণ” এবং মোবাইল অ্যাপঃ“শিশু সুরক্ষা সেল : উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় নতুন এক সংযোজন
সুশাসন এবং শুদ্ধাচার বিষয় দুটি ব্যক্তিজীবন এবং জাতীয় জীবন পরিবর্তনে অনন্য ভূমিকা পালন করে। এটি যদি শিশুদের ছোটবেলা থেকে সেখানো যায় তবে ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পাপন করবে। জাতিসংঘ ঘোষিত এবং ভিশন-2041 বাস্তবায়নে সুশাসন ও শুদ্ধাচার ওতোপ্রতভাবে জড়িত। এ বষিয়গুলো মাথায় রেখে আক্কেলপুর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবনীমূলক নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা ব্যবস্থাপনায় এক উদ্ভাবনী কার্যক্রম লক্ষ্য করা গেছে। শিশুদের মানবিক বিকাশ এবং উন্নত বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়েতোলার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে এই উদ্ভবনী কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) জনাব এ.এন এম মঈনুল ইসলাম এবং জয়পুরহাট জেলার জেলা প্রশাসক জনাব মো: শরীফুল ইসলাম।
সুশাসন ও শুদ্ধাচার দর্পণ কার্যক্রমটি জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২১ সালে সফলভাবে পরিচালিত হয়েছে এবং বর্তমানেও চলমান রয়েছে।উক্ত কার্যক্রমের আওতায় শিশুদের মাঝে সততা,নীতি-নৈতিকতার বিকাশ, শুদ্ধাচার চর্চা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের বিকাশ, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ মানসম্মত শিক্ষা এবং শিশুর অধিকার রক্ষা ও সুরক্ষায় নতুন প্রজন্ম, শিক্ষক, অভিভাবক ওসাধারন জনগনের সাথে প্রশাসন, পুলিশ, হাসপাতাল, আইন সহায়তা কেন্দ্রসহ সরকারের বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক তৈরি হয়েছে । এক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে নির্মিত “শিশু সুরক্ষা সেল” মোবাইল অ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০২১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো কোমলমতি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা কারণ তারাই ২০৪১ সালে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে। এজন্য প্রয়োজন ভিশন: ২০৪১ এর সঙ্গে সঙ্গতি রেখে একটি সুদূর প্রসারী ও সমন্বিত পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন। ছাত্রজীবন থেকে শিশুদের মাঝে শুদ্ধাচার চর্চা, মুক্তিযুদ্ধের চেতনা, দেশ প্রেম, নেতৃত্বের বিকাশ, সততা, নীতি-নৈতিকতার অনুশীলন, ধর্মীয়মূল্যবেধমানবিক গুণাবলীর বিকাশ অপরিহার্য। শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রশাসনিক ব্যবস্হাপনা ও কার্যক্রমে প্রয়োজন সুশাসন,সকল স্তরের অংশীজন ও স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ,সমন্বয় এবং সেবা প্রদানের সহজ প্রক্রিয়া।
সরকারি সম্পদ,সরকারি কর্মসূচী ও উন্নয়নমূলক কর্মকান্ডে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহীতা,আইনের শাসন, ন্যায় বিচার, সাম্যতা, ঐক্যমত্য,টেকসই অবস্হা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা।
শিশুর মাঝে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে প্রয়োজন শিশুর মানসম্মত শিক্ষা, শিশুর পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশ, এবং মৌলিক মানবাধিকার শিশুর অধিকার রক্ষা ও সুরক্ষায় প্রয়োজন আধুনিক তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক, একাডেমিক ও সার্বিক কার্যক্রম ও ব্যবস্হাপনায় প্রয়োজন সুশাসন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তথা এসডিজি এর লক্ষ্যসমূহের সঙ্গে অভিন্নতা। এই কার্যক্রমটি সরকারের ভিশন, মিশন, সেবা কৌশল ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ।“ সুশাসন ও শুদ্ধাচার দর্পন“ কার্যক্রম ও সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ “শিশু সুরক্ষা সেল” এর মূল বিষয়ে আন্তর্জাতিক গ্রহণ যোগ্যতা রয়েছে। এসডিজি ১৭ টি লক্ষ্যের মধ্যে ০৫ টি লক্ষ্যের সাথে উক্ত কার্যক্রমটির অভিন্নতা রয়েছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫